রাজশাহীতে ৯ কোটি টাকার মাদক ধ্বংস

নিজস্ব সংবাদদাতা: রাজশাহীতে প্রায় ৯ কোটি টাকার বিভিন্ন মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার দুপুরে রাজশাহীতে বিজিবির ১ ব্যাটালিয়নের সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে এসব মাদক ধ্বংস করা হয়।
ধ্বংস করা মোট ৮ কোটি ৮৫ লাখ ৬৪ হাজার ৩০০ টাকার মাদকদ্রব্যের মধ্যে রয়েছে- ৬ কোটি ৬৭ লাখ ৮৪ হাজার টাকার ৩৩ কেজি ৩৯২ গ্রাম হেরোইন, এক কোটি ৯১ লাখ ৫৫ হাজার ৬০০ টাকার ৪৭ হাজার ৮৮৯ বোতল ফেনসিডিল ও ২৩ লাখ ২৩ হাজার ৫০০ টাকার এক হাজার ৫৪৯ বোতল মদ।
এছাড়া ধ্বংস করা হয় ২ লাখ ৭৮ হাজার ৭০০ টাকার ৯৫৯ পিস ইয়াবা, ১৮ হাজার ৯০০ টাকার ৫ কেজি ৪০০ গ্রাম গাঁজা এবং তিন হাজার ৬০০ টাকার ১২ লিটার চোলাই মদ। ফেনসিডিল ও মদের ওপর বুলড্রোজার চালিয়ে সেগুলো ধ্বংস করা হয়। অন্য মাদকগুলো ধ্বংস করা হয় আগুনে পুড়িয়ে।
বিজিবি জানায়, ১ ব্যাটালিয়নের অধীনে থাকা প্রায় ৭৬ কিলোমিটার সীমান্ত এলাকায় ২০১৬ সালের ২৮ সেপ্টেম্বর থেকে মঙ্গলবার (২৭ মার্চ) পর্যন্ত মালিকবিহীন অবস্থায় এই মাদকগুলো উদ্ধার করা হয়েছিল। এসব মাদকের বিপরীতে পলাতক আসামির সংখ্যা ৪৪ জন। এর বাইরে ৩৪ জন আসামিসহ বিভিন্ন থানায় আরও ৮০ লাখ ৮৪ হাজার ৮১৯ টাকার মাদকদ্রব্য জমা দিয়েছে বিজিবি।
মাদক ধ্বংসকালে উপস্থিত ছিলেন বিজিরি ১ ব্যাটালিয়নের অধিনায়ক শামীম মাসুদ আল ইফতেখার, জেলা প্রশাসক এসএম আবদুল কাদের, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুব্রত পাল, পরিবেশ অধিদপ্তরের রাজশাহীর উপ-পরিচালক মামুনুর রশীদসহ বিজিবি, কাস্টমস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.