BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

‘লিভারপুলে ১৫ ফরোয়ার্ড থাকলেও, সালাহকে ফিরে পেলে খুশি হতাম’

‘লিভারপুলে ১৫ ফরোয়ার্ড থাকলেও, সালাহকে ফিরে পেলে খুশি হতাম’

বিটিসি স্পোর্টস ডেস্ক: সময় কত দ্রুতই না বদলে যায়! আচমকা বদলে যাওয়া দৃশ্যপটে মাসখানেক আগে লিভারপুলে ব্রাত্য হয়ে পড়েছিলেন মোহামেদ সালাহ। তাকে নিয়ে প্রকাশ্যে বিরক্তিও প্রকাশ করেছিলেন দলটির কোচ আর্না স্লট। সেই তিনিই এখন যেন দলের পরীক্ষিত স্ট্রাইকারকে পেতে ক্ষণ গুনছেন।

ক্লাব ফুটবলে চলতি মৌসুমের প্রথম ভাগটা একদমই ভালো কাটেনি সালাহ ও তার দলের। এতে করে লিভারপুলের সঙ্গে তার সম্পর্কেও চিড় ধরেছিল।

বিবর্ণ পারফরম্যান্সের কারণেই ডিসেম্বরের শুরুতে লিভারপুলে তিন ম্যাচের মধ্যে দুটিতে সালাহকে বেঞ্চে কাটাতে হয় পুরোটা সময়। আরেক ম্যাচে নামেন বদলি হিসেবে। একটা সময় নিজেকে যেন আর সামলাতে পারেননি; কোচকে ইঙ্গিত করে তাকে ‘বলির পাঠা’ বানানোর অভিযোগ করেন তিনি। এতে দল থেকে বাদ পড়ার শাস্তিও পেতে হয় তাকে।

তবে স্লটের সঙ্গে সালাহর ‘ফলপ্রসু আলোচনায়’ সমস্যার ইতি ঘটে। আফ্রিকান নেশন্স কাপ খেলতে জাতীয় দলে যোগ দেওয়ার আগে, লিভারপুলের জার্সিতে নিজের সবশেষ ম্যাচে ব্রাইটনের বিপক্ষে ২-০ গোলের জয়ে একটি অ্যাসিস্টও করেন তিনি। ওই ম্যাচের পর সালাহর পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করেছিলেন স্লট।

জাতীয় দলে যোগ দিয়েও সময়টা বেশ ভালোই কেটেছে সালাহর, পাঁচ ম্যাচ খেলে জালের দেখা পেয়েছেন চারটিতে; যদিও আফ্রিকান কাপ অব নেশন্সের শিরোপার আশা শেষ হয়ে গেছে মিশরের। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শনিবার নাইজেরিয়ার মুখোমুখি হবে তারা।

এরপরই ক্লাবে ফিরবেন লিভারপুলের জার্সিতে ৪২১ ম্যাচে ২৫০ গোল করা সালাহ। প্রিমিয়ার লিগে শনিবার বার্নলির মুখোমুখি হবে লিভারপুল। ম্যাচটির আগের দিন সংবাদ সম্মেলনে সালাহর ফেরার প্রসঙ্গে স্লট বলেন, দলের খুব গুরুত্বপূর্ণ ফুটবলারকে ফিরে পাওয়ার অপেক্ষায় আছেন তিনি।

“প্রথমত, মিশরের হয়ে শনিবার তার এখনও বড় একটা ম্যাচ খেলা বাকি এবং এরপর সে আমাদের দলে যোগ দেবে। সে যে ফিরে আসছে, এতে আমি খুশি। এই ক্লাবের জন্য মো খুব গুরুত্বপূর্ণ, তাই তার ফেরার খবরে আমি খুশি।”

“এমনকি আমার যদি ১৫ জন ফরোয়ার্ডও থাকতো, তবুও সে ফেরায় আমি খুশি হতাম, যদিও আমাদের অবস্থা তেমনটা নয়।”

সালাহ জাতীয় দলে যোগ দেওয়ার পর থেকে মাঝের সময়ে লিভারপুল ছয়টি ম্যাচ খেলে অপরাজিত আছে, যদিও তারা জিতেছে এর কেবল তিনটি ম্যাচে। প্রিমিয়ার লিগে সবশেষ তিন রাউন্ডেই পয়েন্ট হারিয়েছে শিরোপাধারীরা।

লিগ টেবিলে ২১ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে স্লটের দল। তাদের চেয়ে ১৪ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আর্সেনাল। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
আপনাদের কিছু না কিছু বলতেই হবে : হিমি রণবীরের সঙ্গে বলিউডে অভিষেক করছেন কল্যাণী! বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ ও জাদুঘরে ই-টিকিটিং সেবা চালু পুতিন-নেতানিয়াহু ফোনালাপ: ইরান ও মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা নিশ্চিতের আহ্বান রাশিয়ার গ্রিনল্যান্ডের নিরাপত্তা ন্যাটোর সামষ্টিক দায়িত্ব : ডেনিশ প্রধানমন্ত্রী গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণা রাষ্ট্রের জন্য ফরজে কিফায়া : বললেন স্বাস্থ্য উপদেষ্টা চীনের সঙ্গে নতুন কৌশলগত অংশীদারত্বে কানাডা, শুল্ক কমানোর ঘোষণা মাচাদোকে ‘অসাধারণ নারী’ বলে ভূয়সী প্রশংসা করলেন ট্রাম্প ট্রাম্পকে নিজের নোবেল পদক উপহার দিলেন মাচাদো গ্রিনল্যান্ড দখলে অনড় যুক্তরাষ্ট্র, পাল্টা জবাবে সেনা পাঠাচ্ছে ইইউ