BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

‘বিশ্বের সেরা’ হোয়ান গার্সিয়ার প্রশংসায় বার্সা সতীর্থরা

‘বিশ্বের সেরা’ হোয়ান গার্সিয়ার প্রশংসায় বার্সা সতীর্থরা

বিটিসি স্পোর্টস ডেস্ক: এস্পানিওল থেকে এসে বার্সেলোনার যেন কাণ্ডারী হয়ে উঠেছেন হোয়ান গার্সিয়া। রেসিং সান্তান্দারের বিপক্ষে কোপা দেল রের ম‍্যাচেও দারুণ সব সেভ করে আবারও নিজের সামর্থ‍্য দেখিয়েছেন তিনি। ম‍্যাচ শেষে তাকে প্রশংসায় ভাসিয়েছেন সতীর্থরা।

কোপা দেল রের শেষ ষোলোর ম‍্যাচে বৃহস্পতিবার দ্বিতীয় স্তরের দল রেসিংকে ২-০ গোলে হারিয়েছে বার্সেলোনা।

যোগ করা সময়ের চতুর্থ মিনিটে সমতা ফেরানোর একটা দারুণ সুযোগ পেয়েছিল রেসিং। কিন্তু তাদের হতাশ করে দুর্দান্ত নৈপুণ্যে ব‍্যবধান ধরে রাখেন গার্সিয়া। পরে ম‍্যাচের শেষ শটে বার্সেলোনার দ্বিতীয় গোলটি করেন লামিনে ইয়ামাল।

ওই সেভের জন‍্য প্রশংসায় ভাসছেন বার্সেলোনা গোলরক্ষক। দলের প্রথম গোলটি করা ফেররান তরেসের কাছে সেভটি অমূল‍্য।

“শেষ দিকে ম‍্যাচে বেশ উন্মুক্ত হয়ে পড়েছিল। সৌভাগ‍্যবশত আমাদের গার্সিয়া ছিল।”

কেবল এই এক ম‍্যাচ নয়, গার্সিয়ার গুরুত্বপূর্ণ অবদান মৌসুম জুড়েই দেখছেন মিডফিল্ডার মার্ক কাসাদো।

চেলসির বিপক্ষে চ‍্যাম্পিয়ন্স লিগে ৩-০ ব‍্যবধানে হারের পর থেকে জয়রথে আছে বার্সেলোনা। টানা ১১ জয়ের পথে ৬ ম‍্যাচে কোনো গোল হজম করেনি দলটি। এতে সবচেয়ে বড় অবদান গার্সিয়ার। পোস্টে তাকে পেয়ে উচ্ছ্বসিত কাসাদো।

“হোয়ান গার্সিয়া অবিশ্বাস‍্য। সে আমাদের লা লিগায় পয়েন্ট এনে দেয় আর আজ সে আমাদের লড়াইয়ে জিতিয়েছে। সে বিশ্বের সেরা।”

পাউ কুবার্সির ভুলেই গোল পেতে যাচ্ছিল রেসিং। গার্সিয়া চীনের প্রাচীরের মতো দৃঢ়তা নিয়ে স্বাগতিকদের ঠেকিয়ে দেওয়ায় তরুণ ডিফেন্ডারের ভুলের মাশুল দিতে হয়নি স্প‍্যানিশ চ‍্যাম্পিয়নদের। তাই স্বস্তি নিয়ে ম‍্যাচ শেষ করতে পারার কথা বললেন কুবার্সি।

“হোয়ানের মতো গোলরক্ষক থাকা খুব ভালো ব‍্যাপার, যে আপনাকে রক্ষা করবে।” #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
আপনাদের কিছু না কিছু বলতেই হবে : হিমি রণবীরের সঙ্গে বলিউডে অভিষেক করছেন কল্যাণী! বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ ও জাদুঘরে ই-টিকিটিং সেবা চালু পুতিন-নেতানিয়াহু ফোনালাপ: ইরান ও মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা নিশ্চিতের আহ্বান রাশিয়ার গ্রিনল্যান্ডের নিরাপত্তা ন্যাটোর সামষ্টিক দায়িত্ব : ডেনিশ প্রধানমন্ত্রী গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণা রাষ্ট্রের জন্য ফরজে কিফায়া : বললেন স্বাস্থ্য উপদেষ্টা চীনের সঙ্গে নতুন কৌশলগত অংশীদারত্বে কানাডা, শুল্ক কমানোর ঘোষণা মাচাদোকে ‘অসাধারণ নারী’ বলে ভূয়সী প্রশংসা করলেন ট্রাম্প ট্রাম্পকে নিজের নোবেল পদক উপহার দিলেন মাচাদো গ্রিনল্যান্ড দখলে অনড় যুক্তরাষ্ট্র, পাল্টা জবাবে সেনা পাঠাচ্ছে ইইউ