BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নির্বাচন ও গণভোট প্রচারে রাজশাহী, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ সফরে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম

নির্বাচন ও গণভোট প্রচারে রাজশাহী, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ সফরে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে প্রচার কার্যক্রম জোরদার করতে আগামী ১৮ ও ১৯ জানুয়ারি রাজশাহী, নাটোর, পাবনা ও সিরাজগঞ্জ জেলা সফর করবেন।

সরকারি সফরসূচি অনুযায়ী, ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধকরণ এবং মাঠপর্যায়ের প্রস্তুতি তদারকির অংশ হিসেবে এ সফরে তিনি জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কোর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন এবং ‘ভোটের গাড়ি’ কার্যক্রম পরিদর্শন করবেন।

১৮ জানুয়ারি বেলা ১১টায় উপদেষ্টা রাজশাহী সার্কিট হাউজে রাজশাহী জেলার জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে গণভোট ২০২৬ বিষয়ে মতবিনিময় সভায় অংশ নেবেন। পরে বেলা ১২টায় ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধকরণের লক্ষ্যে পরিচালিত ‘ভোটের গাড়ি’ কার্যক্রম পরিদর্শন করবেন। একই দিন বেলা ৩টায় তিনি নাটোর সার্কিট হাউজে নাটোর জেলার জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন এবং বেলা ৪টায় নাটোরে ‘ভোটের গাড়ি’ কার্যক্রম পরিদর্শন করবেন।

পরদিন ১৯ জানুয়ারি সকাল সাড়ে ৯টায় পাবনা সার্কিট হাউজে পাবনা জেলার জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে গণভোট বিষয়ে মতবিনিময় করবেন নূরজাহান বেগম। বেলা ১১টায় তিনি পাবনায় ‘ভোটের গাড়ি’ কার্যক্রম পরিদর্শন করবেন।

এরপর একই দিন বেলা ৩টায় সিরাজগঞ্জ সার্কিট হাউজে সিরাজগঞ্জ জেলার জেলা পর্যায়ের কোর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন উপদেষ্টা। বেলা ৪টায় ‘ভোটের গাড়ি’ কার্যক্রম পরিদর্শন শেষে তিনি ঢাকার উদ্দেশ্যে সিরাজগঞ্জ ত্যাগ করবেন।

সংশ্লিষ্টরা জানান, আসন্ন নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মাঠপর্যায়ে প্রশাসনিক প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং ভোটার অংশগ্রহণ নিশ্চিত করতেই এ সফর ও কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
আপনাদের কিছু না কিছু বলতেই হবে : হিমি রণবীরের সঙ্গে বলিউডে অভিষেক করছেন কল্যাণী! বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ ও জাদুঘরে ই-টিকিটিং সেবা চালু পুতিন-নেতানিয়াহু ফোনালাপ: ইরান ও মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা নিশ্চিতের আহ্বান রাশিয়ার গ্রিনল্যান্ডের নিরাপত্তা ন্যাটোর সামষ্টিক দায়িত্ব : ডেনিশ প্রধানমন্ত্রী গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণা রাষ্ট্রের জন্য ফরজে কিফায়া : বললেন স্বাস্থ্য উপদেষ্টা চীনের সঙ্গে নতুন কৌশলগত অংশীদারত্বে কানাডা, শুল্ক কমানোর ঘোষণা মাচাদোকে ‘অসাধারণ নারী’ বলে ভূয়সী প্রশংসা করলেন ট্রাম্প ট্রাম্পকে নিজের নোবেল পদক উপহার দিলেন মাচাদো গ্রিনল্যান্ড দখলে অনড় যুক্তরাষ্ট্র, পাল্টা জবাবে সেনা পাঠাচ্ছে ইইউ