নিজস্ব প্রতিবেদক: রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) পৃথক পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের ভারতীয় মাদক জব্দ করেছে। রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) ও সদর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তবর্তী এলকায় রাজশাহী ব্যাটালিয়ন সদর, আলাইপুর ও শাহাপুর বিওপি ৩টি পৃথক পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ করেছে বলে জানান বিজিবির সহকারী পরিচালক মোঃ সোহাগ মিলন।
গতকাল বৃহস্প্রতিবার (১৫ জানুয়ারী) দিনগত রাতে ব্যাটালিয়ন সদর কাটাখালী থানার শ্যামপুর বালুরঘাটে অভিযান চালিয়ে ২৬ বোতল ভারতীয় মদ ও ১২ বোতল ফেন্সিডিল জব্দ করে কাটাখালী থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

এছাড়াও শুক্রবার (১৬ জানুয়ারী) ভোর ৪টায় বাঘা থানার কিশোরপুৃর মাদ্রাসার মোড়ের আমাবাগানে অভিযান চালিয়ে ফেলে যাওয়া বস্তা তলাশী চালিয়ে ভারতীয় MANCOZEB 75% DITHANEM 45- ৫ প্যাকেট (ফুল ও ফলের ভিটামিন) কীটনাশক জব্দ করেছে।
জব্দকৃত কীটনাশক শুল্ক অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে জানান।

একুইদিন রাতে শাহাপুর বিওপি কাটাখালী থানার নওদাপাড়ায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী কর্তৃক ফেলে যাওয়া প্লাষ্ট্রিকের ব্যাগ তল্লাশী করে ১০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ৫ বোতল BRONCOF-C সিরাপ জব্দ করেছে।
জব্দকৃত মাদকদ্রব্য কাটাখালী থানায় জমা দেয়ার কার্যক্রম প্রকিয়াধীন আছে বলেও তিনি জানান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই–সালাম (বাবুল) রাজশাহী। #















