BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলের আপিল ঘিরে বিতর্ক, ভাইরাল অডিওতে তোলপাড় ব্রাহ্মণবাড়িয়া-৪

বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলের আপিল ঘিরে বিতর্ক, ভাইরাল অডিওতে তোলপাড় ব্রাহ্মণবাড়িয়া-৪

বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা–আখাউড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করে তীব্র বিতর্কের জন্ম দিয়েছেন গণঅধিকার পরিষদের প্রার্থী মো. জহিরুল হক চৌধুরী। এ ঘটনাকে কেন্দ্র করে তার রাজনৈতিক পরিচয়, অতীত ভূমিকা ও বর্তমান অবস্থান নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে।

এই বিতর্কের মধ্যেই শুক্রবার (১৬ জুলাই) হঠাৎ করে জহিরুল হকের একটি কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভাইরাল হওয়া ওই কথোপকথনের এক পর্যায়ে তাকে বলতে শোনা যায়, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপির বিকল্প প্রার্থী ও জেলা বিএনপির সদস্য কবির ভুইয়া নাকি তার কাছে অনুরোধ করেন—বিএনপির চূড়ান্ত প্রার্থী মুশফিকুর রহমানের মনোনয়ন বাতিল করাতে নির্বাচন কমিশনে আপিল করার জন্য।

ওই কথোপকথনে জহিরুল হক আরও দাবি করেন, এ ধরনের আপিল করার বিনিময়ে তিনি যা চাইবেন, তাই দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত সংশ্লিষ্টদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ভাইরাল অডিওটি ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শুরু হয় তীব্র আলোচনা-সমালোচনা, পাশাপাশি বিষয়টির সত্যতা ও পেছনের উদ্দেশ্য নিয়েও নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।

এলাকার সাধারণ ভোটারদের মধ্যে এ ঘটনায় উদ্বেগ ও বিভ্রান্তি দেখা দিয়েছে। অনেকেই বলছেন, উন্নয়ন ও জনস্বার্থের আলোচনা বাদ দিয়ে প্রার্থীদের মধ্যে এমন অভিযোগ-পাল্টা অভিযোগ নির্বাচনের পরিবেশকে নষ্ট করছে।

সচেতন মহলের দাবি, বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি মো: লোকমান হোসেন পলা। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
পুতিন-নেতানিয়াহু ফোনালাপ: ইরান ও মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা নিশ্চিতের আহ্বান রাশিয়ার গ্রিনল্যান্ডের নিরাপত্তা ন্যাটোর সামষ্টিক দায়িত্ব : ডেনিশ প্রধানমন্ত্রী গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণা রাষ্ট্রের জন্য ফরজে কিফায়া : বললেন স্বাস্থ্য উপদেষ্টা চীনের সঙ্গে নতুন কৌশলগত অংশীদারত্বে কানাডা, শুল্ক কমানোর ঘোষণা মাচাদোকে ‘অসাধারণ নারী’ বলে ভূয়সী প্রশংসা করলেন ট্রাম্প ট্রাম্পকে নিজের নোবেল পদক উপহার দিলেন মাচাদো গ্রিনল্যান্ড দখলে অনড় যুক্তরাষ্ট্র, পাল্টা জবাবে সেনা পাঠাচ্ছে ইইউ থাইল্যান্ডে আবারও নির্মাণাধীন ক্রেন ভেঙে পড়ে নিহত-২ দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের পথে যুক্তরাষ্ট্রের বিমানবাহী যুদ্ধজাহাজ ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত-২২