বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা–আখাউড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করে তীব্র বিতর্কের জন্ম দিয়েছেন গণঅধিকার পরিষদের প্রার্থী মো. জহিরুল হক চৌধুরী। এ ঘটনাকে কেন্দ্র করে তার রাজনৈতিক পরিচয়, অতীত ভূমিকা ও বর্তমান অবস্থান নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে।
এই বিতর্কের মধ্যেই শুক্রবার (১৬ জুলাই) হঠাৎ করে জহিরুল হকের একটি কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভাইরাল হওয়া ওই কথোপকথনের এক পর্যায়ে তাকে বলতে শোনা যায়, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপির বিকল্প প্রার্থী ও জেলা বিএনপির সদস্য কবির ভুইয়া নাকি তার কাছে অনুরোধ করেন—বিএনপির চূড়ান্ত প্রার্থী মুশফিকুর রহমানের মনোনয়ন বাতিল করাতে নির্বাচন কমিশনে আপিল করার জন্য।
ওই কথোপকথনে জহিরুল হক আরও দাবি করেন, এ ধরনের আপিল করার বিনিময়ে তিনি যা চাইবেন, তাই দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত সংশ্লিষ্টদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ভাইরাল অডিওটি ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শুরু হয় তীব্র আলোচনা-সমালোচনা, পাশাপাশি বিষয়টির সত্যতা ও পেছনের উদ্দেশ্য নিয়েও নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।
এলাকার সাধারণ ভোটারদের মধ্যে এ ঘটনায় উদ্বেগ ও বিভ্রান্তি দেখা দিয়েছে। অনেকেই বলছেন, উন্নয়ন ও জনস্বার্থের আলোচনা বাদ দিয়ে প্রার্থীদের মধ্যে এমন অভিযোগ-পাল্টা অভিযোগ নির্বাচনের পরিবেশকে নষ্ট করছে।
সচেতন মহলের দাবি, বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি মো: লোকমান হোসেন পলা। #















