BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

প্যারিসের বিপক্ষে হার পিএসজির জন্য ‘বড় ধাক্কা’

প্যারিসের বিপক্ষে হার পিএসজির জন্য ‘বড় ধাক্কা’

বিটিসি স্পোর্টস ডেস্ক: আক্রমণের ঝড় তুলে প্রতিপক্ষকে কোণঠাসা করে রাখলেও, যেটি সবচেয়ে বেশি প্রয়োজন সেই গোলই করতে পারেনি পিএসজি। উল্টো শক্তিতে পিছিয়ে থাকা প্যারিস এফসি গোল করে তাদের বিদায় করে দিল ফরাসি কাপ থেকে। দলটির মিডফিল্ডার সেনি মায়ুলুর কাছে এই হার তাদের জন্য অনেক বড় ধাক্কা।

ফরাসি কাপের শেষ ৩২ এর লড়াইয়ে সোমবার নগর প্রতিদ্বন্দ্বী প্যারিসের কাছে ১-০ গোলে হেরে যায় গত আসরের চ্যাম্পিয়ন পিএসজি।

চার দিন আগেই ফরাসি সুপার কাপের টানা চতুর্থ শিরোপা ঘরে তুলেছিল পিএসজি। কিন্তু ফরাসি কাপের শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে হতাশা সঙ্গী হলো তাদের। হারের তেতো স্বাদ পেল ৪৬ বছর পর লিগ আঁয় জায়গা করে নেওয়া প্যারিসের বিপক্ষে।

মাঠের পারফরম্যান্সে অবশ্য দাপট দেখিয়েছে পিএসজিই। ৬৮ শতাংশ সময় বল দখলে রেখে গোলের উদ্দেশ্যে ২১টি শট নেয় তারা। যার মধ্যে লক্ষ্যে ছিল আটটি। সেখানে গোলের জন্য নেওয়া চার শটের দুটি লক্ষ্যে রাখতে পারে প্যারিস। আর ওই দুটির একটিতে করে তারা বাজিমাত।

ম্যাচের ৭৪তম মিনিটে পিএসজিকে স্তব্ধ করে দেন তাদেরই সাবেক ফরোয়ার্ড জোনাতাঁ ইকোনে। ওই গোল আর শোধ করতে পারেনি গত মৌসুমের ট্রেবল জয়ীরা।

ম্যাচ শেষে মায়ুলুর কণ্ঠে হতাশা ঝরলেও তিনি ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী।

“আমরা ম্যাচে আধিপত্য করেছি কিন্তু দুর্ভাগ্যবশত সুযোগগুলো কাজে লাগাতে পারিনি। এটা আমাদের জন্য অনেক বড় এক ধাক্কা, তবে আমরা ঘুরে দাঁড়াব।”

লিগ টেবিলে লঁসের কাছে শীর্ষস্থান হারিয়েছে পিএসজি। ১৭ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে দুইয়ে শিরোপাধারীরা। সমান ম্যাচে তাদের চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে সবার ওপরে লঁস।

মায়ুলু বললেন, আগের মতোই নিজেদের উজাড় করে দিয়ে মৌসুমের বাকি শিরোপাগুলো জিততে মরিয়া তারা।

“এটা একটা পরাজয়, তবে আমরা এখন অন্য কিছুতে মনোযোগ দেব। চ্যাম্পিয়নশিপে (লিগ আঁ) শীর্ষস্থান পুনরুদ্ধার করতে চাই।”

“আমরা সাধারণত যেমন করি, অনুশীলনে তেমনই নিজেদের সর্বোচ্চটা দেব এবং বাকি সব প্রতিযোগিতা জেতার জন্য যথাসাধ্য চেষ্টা করব।” #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ