BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহী সীমান্তে নিষিদ্ধ ভারতীয় এম রেক্স সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে নিষিদ্ধ ভারতীয় এম রেক্স সিরাপ জব্দ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর নগরীর পদ্মার তীরে অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ১৫ বোতল ভারতীয় এম রেক্স সিরাপ জব্দ করেছে রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) মাজারদিয়া বিওপি’র এক দল।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর সোয়া ১২টায় নগরীর রাজপাড়া থানার শ্রীরামপুর এলাকায় অভিযান চালিয়ে এসব সিরাপ জব্দ করা হয়।

বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, শ্রীরামপুর এলাকার একটি কলা গাছের গোড়ায় শপিং ব্যাগে ভারতীয় মাদকদ্রব্য বিক্রির জন্য রাখা হয়েছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় বিজিবি সদস্যরা।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায় মাদক কারবারীরা। পরে ব্যাগের ভেতর থেকে ১৫ বোতল ভারতীয় এম রেক্স সিরাপ জব্দ করা হয়। জব্দকৃত সিরাপ নগরীর রাজপাড়া থানায় জমা দেয়া হয়েছে বলেও জানায় বিজিবি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ