আরএমপি প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এর অংশ হিসেবে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে মোট ২৯ জনকে গ্রেপ্তার করেছে।
চলমান ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এর অংশ হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ সংঘটন এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে রাজশাহী মহানগর পুলিশের বোয়ালিয়া থানার ৩টি মামলার এক আসামিকে মতিহার থানার অক্ট্রয় মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামি হলেন, মো: আহসান হাবিব (৪১)। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগের সহ-সভাপতি। তার পিতার নাম মো: মনসুর আলী এবং তিনি রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন মির্জাপুর এলাকার বাসিন্দা।
এছাড়াও বিশেষ অভিযানের অংশ হিসেবে আরএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে আরও ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত এই ২৮ জনের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৮ জন, মাদক মামলার আসামি ৫ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ১৫ জন রয়েছেন।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সংবাদ প্রেরক মো: গাজিউর রহমান, পিপিএম, অতিরিক্ত উপ–পুলিশ কমিশনার (মিডিয়া), (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। #















