BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মাদারীপুরে কাভার্ডভ্যানের চাপায় নিহত-৩

মাদারীপুরে কাভার্ডভ্যানের চাপায় নিহত-৩

মাদারীপুর প্রতিনিধি: ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরে একটি কাভার্ডভ্যানের চাপায় ঘটনাস্থলে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুর ইউনিয়নের তাতিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ সময় মহাসড়কে বিক্ষোভ করেন স্থানীয়রা। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে উদ্ধার কাজ শুরু করে। দুপুর দেড়টা থেকে মহাসড়কের যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

নিহতরা হলেন- মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের খামারবাড়ি এলাকার জাকির তালুকদারের স্ত্রী তাসলিমা (৩৫), আব্বাস তালুকদারের স্ত্রী কহিনুর বেগম ও একই ইউনিয়নের পান্তাপাড়া এলাকার রুহুল হাওলাদারের ছেলে নয়ন হাওলাদার। আহত রনি খান একই ইউনিয়নের তাতি বাড়ি এলাকার বিল্লাল খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর থেকে একটি ভ্যানে তাতি বাড়ির উদ্দেশ্য রওনা হন তারা। এ সময় ঢাকা থেকে বরিশালগামী দ্রুত গতির একটি কাভার্ডভ্যান তাদের পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। পরে তাসলিমা বেগমকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার ওসি মামুন রশিদ বিটিসি নিউজকে জানান, কাভার্ডভ্যানের চাপায় ৩ জন নিহত হয়েছেন। তারা তিন জন ভ্যানের যাত্রী ছিলেন। আমরা সংবাদ পেয়ে সেখানে গিয়ে উদ্ধার কাজ সম্পন্ন করি। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। আমরা কাভার্ডভ্যানের চালককে আইনের আওতায় আনার চেষ্টা করবো।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মাদারীপুর প্রতিনিধি মো. এস আলম। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ