বিটিসি স্পোর্টস ডেস্ক: আপন ছন্দে ছুটছেন আর্লিং হলান্ড। মাঠে নামলেই করছেন গোল, গড়ে দিচ্ছেন ব্যবধান। তবে গোলের জন্য দল কেবল তার ওপরই নির্ভর করুক, এমনটা চান না ম্যানচেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলা।
ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে শনিবার এভারটনকে ২-০ ব্যবধানে হারায় সিটি। দুটি গোলই করেন হলান্ড। চলতি মৌসুমে ক্লাব ও দেশের হয়ে তার গোল হলো ২৩টি।
এবারের লিগে হলান্ড যেখানে আট ম্যাচ খেলেই ১১টি গোল করেছেন, সেখানে সিটির আর কেউ একাধিক গোল করতে পারেননি। এতে স্বাভাবিকভাবেই বেশ হতাশ গুয়ার্দিওলা। ম্যাচ শেষে গোলের জন্য অন্যদের এগিয়ে আসতে বললেন তিনি।
“আমি হতাশ, কারণ (হলান্ড) চার বা পাঁচ গোল করেনি। কৌতুক বাদ, সত্যি আমি সন্তুষ্ট। তবে আমরা কেবল তার ওপর নির্ভর করতে পারি না। অন্য খেলোয়াড়দেরও এগিয়ে আসতে হবে। উইঙ্গার, অ্যাটাকিং মিডফিল্ডারদের গোল করতে হবে।”
গোলা করা উচিত ছিল, এমন সুযোগের উদাহরণ দিলেন গুয়ার্দিওলা। বললেন সাভিনিয়ো, জেরেমি ডোকু ও টিয়ানি রেইন্ডার্সের হাতছাড়া করা সুযোগগুলোর কথা।
“পরিষ্কার সুযোগ ছিল আর সেগুলোতে ওদের গোল করতে হতো। এই স্তরে তাদের নিজেদের কাছে প্রত্যাশা বাড়াতে হবে। ওদের এটা করতে হবে, নয়তো আমরা যা করতে চাই, সেটা পারব না।”
চলতি আসরে ১১ গোল নিয়ে তালিকার শীর্ষে আছেন হলান্ড। প্রিমিয়ার লিগ ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে তিনবার মৌসুমের প্রথম আট ম্যাচে ১০ বা এর বেশি গোল করেছেন হলান্ড।
আট ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। এভারটনের বিপক্ষে জয়ের পর সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে সিটি। সাত ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে আপাতত তিনে লিভারপুল। রোববার ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে জিতলে দুই নম্বরে ফিরবে শিরোপাধারীরা। #