BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ভালভের্দের ‘দ্রুততম রকেটে’ চড়ে ফাইনালে বার্সার সামনে রিয়াল

ভালভের্দের ‘দ্রুততম রকেটে’ চড়ে ফাইনালে বার্সার সামনে রিয়াল

বিটিসি স্পোর্টস ডেস্ক: স্প্যানিশ সুপার কাপে গতকাল রাতে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচের তখন আধা মিনিটও (২৬ সেকেন্ড) পেরোয়নি। আতলেতিকো মাদ্রিদের বক্সের বেশ বাইরে ফ্রি–কিক পায় রিয়াল মাদ্রিদ। রিয়ালের মিডফিল্ডার জুড বেলিংহামকে ফাউল করেন আতলেতিকোর মিডফিল্ডার কনোর গ্যালাঘার।

গোলপোস্ট থেকে ২৫ গজ দূরত্বের সেই ফ্রি–কিক নিতে আসেন ফেদে ভালভের্দে। এতটা দূর থেকে ম্যাচের শুরুতেই গোল পাওয়ার আশা হয়তো অনেক রিয়াল সমর্থকও করেননি। কিন্তু এরপর যা ঘটল, তা অনেক দিন মনে রাখার মতো।

ভালভের্দের শট (৭৬ সেকেন্ড) রকেটের গতিতে একটু অবিন্যস্তভাবে সাজানো আতলেতিকোর ‘মানবদেয়াল’ ভেদ করে ঢুকে পড়ে জালে। চোখধাঁধানো এই গোলের পর ভালভের্দের উদ্‌যাপনও ছিল দেখার মতো। দুই হাত দিয়ে মাথা চাপড়াতে চাপড়াতে পাগলাটে ঢঙে দৌড়ান কিছুক্ষণ।

২০০৮ সালের ১৮ অক্টোবরের পর আতলেতিকোর বিপক্ষে এটাই রিয়ালের দ্রুততম গোল। সে বছর লিও ফ্রাঙ্কোর বিপক্ষে লা লিগায় ৩৪ সেকেন্ডে রিয়ালের হয়ে গোল করেছিলেন রুদ ফন নিস্টলরয়। স্প্যানিশ সুপার কাপের ইতিহাসেও ভালভের্দের গোলটি দ্রুততম। এই পথে তিনি ২০১৪ সালে মারিও মানজুকিচের ৮১ সেকেন্ডে করা গোলের রেকর্ড ভাঙলেন—সেটাও ছিল আতলেতিকো–রিয়াল ম্যাচ।

ভালভের্দের এই গোলের পর ৫৫ মিনিটে রিয়ালকে আরও একটি গোল এনে দেন রদ্রিগো। রদ্রিগোর এ গোলেও সহায়তা ছিল ভালভের্দের। এর তিন মিনিট পর আলেক্সান্দার সোরলথ আতলেতিকোর হয়ে গোল করলেও শেষরক্ষা হয়নি। ২–১ গোলের জয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠেছে রিয়াল।

জেদ্দায় আগামী রোববার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে সুপার কাপের ফাইনালটা হয়ে গেল ‘এল ক্লাসিকো’, যেখানে মুখোমুখি হবে স্প্যানিশ ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। এর আগে প্রথম সেমিফাইনালে অ্যাথলেটিক বিলবাওকে ৫–০ গোলে উড়িয়ে দিয়েছিল বার্সা। গত বছর ফাইনালে রিয়ালকে হারিয়েই শিরোপা জিতেছিল কাতালান ক্লাবটি। এবার সে হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ রিয়ালের সামনে।

সৌদি আরবের জেদ্দায় গতকাল রাতে বল দখল ও আক্রমণে রিয়ালের ওপর আধিপত্য তৈরি করেছিল আতলেতিকো। ৫১ শতাংশ বলের দখল রাখা আতলেতিকো ২১টি শট নিয়ে লক্ষ্যে রাখতে পারে ৬টি। রিয়াল ৮টি শট নিয়ে লক্ষ্যে রাখতে পারে ৪টি। এমন সব পরিসংখ্যানে রিয়াল পিছিয়ে থাকলেও গোল করার আসল কাজে বাজিমাত করেছে জাবি আলোনসোর দল।

হাঁটুর চোটে কিলিয়ান এমবাপ্পে বাইরে থাকায় আক্রমণের কেন্দ্রে তরুণ গঞ্জালো গার্সিয়ার ওপরই ভরসা রাখেন আলোনসো। গত রোববার রিয়াল বেতিসের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন তিনি। গতকাল রাতেও বেশ ভালো ভূমিকা ছিল তাঁর। তবে ফাইনালে গার্সিয়া খেলবেন কি না, তা নিয়ে সন্দেহ আছে। কারণ, এমবাপ্পে ফাইনাল খেলার জন্য প্রস্তুত বলে নিশ্চিত করেছেন কোচ আলোনসো। এদিন দারুণ ছন্দে ছিলেন ম্যাচের দ্বিতীয় গোল করা রদ্রিগোও। টানা ৩২ ম্যাচ গোলশূন্য থাকা রদ্রিগোর এটি ছিল শেষ পাঁচ ম্যাচে তৃতীয় গোল।

ম্যাচ শেষে মুভিস্টারকে ভালভের্দে বলেন, ‘অনেক দিন গোল না পাওয়ায় আজ গোলটা খুব দরকার ছিল। দলকে জিততে সাহায্য করতে পেরে ভালো লাগছে।’ তবে উরুগুয়ে তারকা আত্মসমালোচনাও করেন, ‘আমাদের সুযোগ ছিল, কিন্তু ওদের সুযোগ আরও বেশি ছিল এবং ওরা আমাদের চেয়ে ভালো খেলেছে। এগুলো ঠিক করতে হবে।’

ভালভের্দের বিশ্লেষণের সঙ্গে অবশ্য পুরোপুরি একমত নন আলোনসো। রিয়াল কোচের ভাষায়, ‘সেমিফাইনালে শুরুতেই গোল করলে সেটা ধরে রাখার একটা সুবিধা পাওয়া যায়। কিছু সময় আমাদের রক্ষণে থাকতে হয়েছে, কিন্তু লক্ষ্য ছিল ফাইনালে ওঠা। সেটা আমরা পেরেছি।’ #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রামের বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ সর্বশেষ তিন সংসদ নির্বাচন নিয়ে প্রতিবেদনে যেসব সুপারিশ করেছে কমিশন আর কখনও যেন ‘নির্বাচন ডাকাতি’ না হয় সেই ব্যবস্থা করতে হবে : প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা আগামী শুক্রবার সাগরে অভিযান: অস্ত্র-গুলিসহ ১৯ ডাকাত আটক, গুলিবিদ্ধ একজনের মৃত্যু দুই লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন বোয়ালমারীতে পিকআপে ট্রেনের ধাক্কায় ৩ শ্রমিক নিহত, আহত-১০ বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের জনগণের আলোকবর্তিকা : মিলন রাজশাহীতে গণভোটের প্রচারে বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত