বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: কুর্দি যোদ্ধাদের সঙ্গে কয়েক দিনের তীব্র সংঘর্ষের পর সিরিয়া সরকার আলেপ্পোর কয়েকটি এলাকায় যুদ্ধবিরতি ঘোষণা করেছে। দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, ‘আবাসিক এলাকাগুলোতে নতুন উত্তেজনা এড়াতে আলেপ্পোর শেখ মাকসুদ, আল–আশরাফিয়েহ ও বনি জায়েদ এলাকায় যুদ্ধবিরতি কার্যকর করা হবে।’ ঘোষণা অনুযায়ী, এটি রাত তিনটা থেকে কার্যকর হবে।
মন্ত্রণালয় কুর্দি যোদ্ধাদের নির্দেশ দিয়েছে, সকাল ৯টার মধ্যে উল্লিখিত এলাকা ছেড়ে চলে যেতে হবে। এ যুদ্ধবিরতির মূল লক্ষ্য হলো যুদ্ধের কারণে বাস্তুচ্যুত হওয়া বেসামরিক নাগরিকদের নিরাপদ পরিবেশে ফিরিয়ে দেওয়া এবং তাদের স্বাভাবিক জীবন পুনরায় শুরু করতে সাহায্য করা।
আলেপ্পোর গভর্নর আজ্জাম আলগারিব সরকারি সংবাদ সংস্থা সানাকে জানিয়েছেন, তিনি আশরাফিয়েহ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন। তবে যুদ্ধবিরতি ঘোষণার পর কুর্দি বাহিনীর পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সরকারি বাহিনী আলেপ্পোতে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্স (এসডিএফ) বাহিনীর সঙ্গে লড়াই করছে। কয়েক দিনের সংঘর্ষে অন্তত ২১ জন নিহত হয়েছেন। এসডিএফ সিরিয়ার উত্তর ও উত্তর-পূর্ব অঞ্চলের তেলসম্পদে সমৃদ্ধ এলাকায় নিয়ন্ত্রণ বজায় রাখে। ২০১৯ সালে ইসলামিক স্টেট (আইএস) থেকে এলাকা পুনর্দখলে এই বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল।
তবে কুর্দিদের প্রশাসন ও সামরিক বাহিনীকে সিরিয়ার সরকারের সঙ্গে একীভূত করার চুক্তি কার্যকর করা বন্ধ রয়েছে। গত মঙ্গলবার থেকে সরকারি বাহিনী ও কুর্দি যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়, যার দায় দুই পক্ষই একে অপরের ওপর চাপাচ্ছে।
বিশ্লেষকদের মতে, ইসলামপন্থী নেতা আল–শারা ক্ষমতায় আসার পর আলেপ্পোতে এটি সবচেয়ে ভয়াবহ সংঘাত। ঘটনার প্রেক্ষিতে দামেস্কের মিত্র তুরস্ক ও ইসরায়েলের মধ্যে আঞ্চলিক উত্তেজনাও বৃদ্ধি পেয়েছে। কুর্দিদের বিরুদ্ধে হামলার জন্য ইসরায়েল উদ্বেগ প্রকাশ করেছে। #















