কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের কুতুবদিয়ায় সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে নিখোঁজ হওয়া জেলেরা শুক্রবার ভোররাতে উদ্ধার হন।
উদ্ধার হওয়া দু’জন হলেন বড়ঘোপের অমজাখালীর বশির আলমের ছেলে বোটের মাঝি এহেছান এবং আলী আকবর ডেইলের বাসিন্দা লেডু। তবে তাদের সঙ্গে থাকা কিশোর ফয়সাল এখনও নিখোঁজ রয়েছেন।
বোটের মালিক মো. কামাল সওদাগর জানান, তার মালিকানাধীন ফিশিং বোটটি ৮ জানুয়ারি রাতে মাছ ধরার জন্য নদীতে যায়। নোঙরের সাথে আটকে বোটটি ডুবে গেলে ৮ জেলের মধ্যে পাঁচজনকে উদ্ধার করা সম্ভব হয়। বাকি তিনজনের মধ্যে দুইজনের মরদেহ উদ্ধার হলেও ফয়সাল এখনও খুঁজে পাওয়া যায়নি।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক বিটিসি নিউজকে জানান, দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং নিখোঁজ ফয়সালের জন্য তল্লাশি চলছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কক্সবাজার প্রতিনিধি আবুল কালাম আজাদ। #















