বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের সেনাবাহিনী হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের পরিকল্পনার প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন করেছে বলে বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে।
বিবৃতিতে সেনাবাহিনী জানায়, পরিকল্পনার ‘প্রথম ধাপের লক্ষ্য অর্জিত হয়েছে’ এবং শিগগিরই এ কার্যক্রম দেশের অন্যান্য অংশে সম্প্রসারণের ইচ্ছা রয়েছে।
যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, হিজবুল্লাহকে লিতানি নদীর উত্তরে সরে যেতে হবে এবং পরিত্যক্ত এলাকায় তাদের সামরিক অবকাঠামো ধ্বংস করতে হবে।
সেনাবাহিনী আরো জানায়, লিতানি নদীর দক্ষিণাঞ্চলের বেশিরভাগ এলাকা এখন তাদের নিয়ন্ত্রণে রয়েছে, তবে সীমান্তবর্তী কয়েকটি কৌশলগত অবস্থান এখনো ইসরায়েলের দখলে আছে।
২০২৪ সালের নভেম্বর মাসে ইসরাইলের সঙ্গে ভয়াবহ যুদ্ধে দুর্বল হয়ে পড়া ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দেশটির অন্যান্য অঞ্চলে তাদের অস্ত্র সমর্পণে এখনো অস্বীকৃতি জানিয়ে যাচ্ছে।
এক বছরের বেশি সময় ধরে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও, ইসরাইল এখনো সীমান্তের কাছে পাঁচটি গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান করছে।
চুক্তি অনুযায়ী লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের কথা রয়েছে।
এদিকে ইসরায়েলি সেনাবাহিনী হিজবুল্লাহ পুনরায় অস্ত্র সংগ্রহের চেষ্টা করছে—এমন অভিযোগ তুলে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে এবং লেবাননের সেনাবাহিনীর নিরস্ত্রীকরণ প্রচেষ্টার কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের জন্য লেবানন সরকারের ওপর তীব্র চাপ রয়েছে। এর পেছনে ইসরায়েলি হামলা আরো বাড়তে পারে—এমন আশঙ্কাও রয়েছে। #















