আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়াচর্চাকে আরো উৎসাহিত করার লক্ষ্যে পঞ্চগড়ের আটোয়ারীতে উপজেলা পর্যায়ে স্কুল,মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে তিন দিনব্যাপি ৫৬ টি ইভেন্টে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতা শেষে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে বিদ্যালয় চত্বরে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে আনুষ্ঠকিভাবে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণের আগে প্রতিযোগি শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপদেশমূলক বক্তব্য রাখেন ৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী।
আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক জরিফ হোসেন চৌধুরী’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা কমিটির সদস্য সচিব ও সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ রেজাউন নবী রাজা, প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুশ প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শরীরচর্চা শিক্ষক, বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দসহ স্থানীয় গণমাধ্যমকর্মীগণ।
আলোচনা শেষে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে বিজয়ী শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে সনদপত্রসহ প্ররস্কার তুলে দেন অতিথিীবৃন্দ।
তিন দিনব্যাপি বর্ণাঢ়্য ক্রীড়া প্রতিযোগিতা ও সমাপনী দিনে রঙিন আয়োজনে পুরস্কার বিতরণ, শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ ও দর্শকদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি উৎসবমূখর পরিবেশে সম্পন্ন হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি মো. লিহাজ উদ্দীন। #















