BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মার্কিন সামরিক হামলা: ভেনেজুয়েলা সীমান্তে কলম্বিয়ার প্রায় ৩০,০০০ হাজার সেনা মোতায়েন

মার্কিন সামরিক হামলা: ভেনেজুয়েলা সীমান্তে কলম্বিয়ার প্রায় ৩০,০০০ হাজার সেনা মোতায়েন

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলার সাথে কলম্বিয়ার পূর্ব সীমান্তে প্রায় ৩০,০০০ সেনা মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) আল জাজিরার প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

তাদের লক্ষ্য হল ন্যাশনাল লিবারেশন আর্মি (ইএলএন) বিদ্রোহীসহ মাদক পাচারের সাথে জড়িত সশস্ত্র আন্তঃসীমান্ত গোষ্ঠীগুলোর সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুত থাকা।

এই মোতায়েন, ট্রাম্পের অভিযোগের বিরুদ্ধেও একটা পাল্টা জবাব। ট্রাম্প অভিযোগ করেছেন, কলম্বিয়া সীমান্ত অতিক্রম করে মাদক পাচার বন্ধ করতে ব্যর্থ হচ্ছে এবং সতর্ক করে দিয়েছেন যে, এটি ওয়াশিংটনের পরবর্তী লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে।

প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তা ছাড়াও অন্য সংকটও আছে। ভেনেজুয়েলার অর্থনৈতিক পতনের পর থেকে, লক্ষ লক্ষ লোক খাদ্য, কাজ এবং চিকিৎসা সেবার সন্ধানে কলম্বিয়ায় প্রবেশ করেছে। কলম্বিয়া এমন একটি সংকটের জন্য প্রস্তুত থাকার চেষ্টা করছে যা এটি নিয়ন্ত্রণ করতে সক্ষম নাও হতে পারে।

এর আগে মাদক পাচারের সাথে জড়িত অভিযোগ তুলে হামলা চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রে তুলে আনে মার্কিন বাহিনী। ভেনেজুয়েলার পাশাপাশি ল্যাটিন আমেরিকার অন্যান্য দেশেও হামলা চালানোর হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ট্রাম্প।

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে একজন অসুস্থ ব্যক্তি দেশ পরিচালনা করে বলেও অভিযোগ তোলেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ট্রাম্পের এই হুমকির বিরুদ্ধে নিজেদের সার্বভৌমত্ব রক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন পেত্রো। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ