নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষে থাকার অপরাধে রায়হান কবির নামের এক বিএনপি নেতার দুই পা কুপিয়ে রক্তাক্ত জখমের অভিযোগ উঠেছে নিজ দলের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার বিকেল ৩ টায় উপজেলার বিল তাজপুর ডুবন্ত সড়কে তার পথরোধ করে দুই পা কুপিয়ে রক্তাক্ত জখম করে ফেলে রেখে যায় কতিপয় দুর্বৃত্তরা। পরে আরিফ নামের এক ভ্যান চালক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রামেক হাসপাতালে প্রেরণ করেন।
আহত রায়হান কবির উপজেলার ইটালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নাটোর-৩ সিংড়া আসনের স্বতন্ত্র সংসদ পদপ্রার্থী নাটোর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক দাউদার মাহমুদের কর্মী বলে জানা গেছে।
আহত বিএনপি নেতার বড় ভাই আব্দুল করিম জানান, তার ছোট ভাই ধানের শীষের পক্ষে না থেকে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অবস্থান নেওয়ায় তার উপর এই ন্যক্করজনক হামলা। হিজলী গ্রামের রমজান আলী ও সোহানুর রহমান ওরফে সোহানের নেতৃত্বে রহিদুল, আওয়াল, ফরহাদ সহ বেশ কয়েকজন এই হামলা চালিয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি আরো বলেন, তার ভাইয়ের উপর যারা হামলা করেছে সবাই সন্ত্রাসী ও নামধারী বিএনপি। দ্রুত হামলাকারীদের গ্রেফতার দাবি করেন। আর হামলাকারী সবাই ধানের শীষ মনোনিত প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম সমর্থক বলে দাবি করেন আহত বিএনপি নেতা রায়হান কবির।
অভিযুক্ত সোহানুর রহমান ওরফে সোহান বলেন, তিনি সকাল থেকেই গ্রামের বাহিরে রয়েছেন। তবে পারিবারিক দ্বন্দ্বে এই ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন। এখন প্রতিপক্ষ গ্রæপ তাকে এই ঘটনায় জড়ানোর চেষ্টা করছেন।
নাটোর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও স্বতন্ত্র প্রার্থী দাউদার মাহমুদ বলেন, বিএনপির একনিষ্ঠ কর্মীর উপর এই হামলা চালিয়ে কিছু হাইব্রিড নামধারী বিএনপি। যেখানে এখন পর্যন্ত ভোটের প্রচারণাই শুরু হয়নি সেখানে এভাবে তার একজন কর্মীর দুই পা কুপিয়ে রক্তাক্ত জখম করা এটা খুবই দুঃখজনক ঘটনা।
এবিষয়ে নাটোর জেলা বিএনপির সদস্য ও সিংড়া আসনের ধানের শীষ মনোনিত প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম বলেন, দলের নাম ভাঙিয়ে কেউ অপরাধ করলে তার ছাড় নয়। এই ঘটনায় দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ শিবলী লোমানী বলেন, আহতের দুটি পায়ে অপেন ফ্যাকচার রয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রামেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সিংড়া থানার ওসি আসম আব্দুর নুর বলেন, খবর শুনে তিনি ঘটনাস্থলে গিয়েছেন। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #















