BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আদমদীঘির চাঁপাপুরে খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয় মাহফিল

আদমদীঘির চাঁপাপুরে খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয় মাহফিল

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়ন বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় চাঁপাপুর নতুন হাটসেডে এই শোকসভা অনুষ্ঠিত হয়। অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বয়েজ উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে শোকসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া-৩ আদমদীঘি-দুপচাঁচিয়া আসনের বিএনপির মনোনিত এমপি প্রার্থী আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার।

চাঁপাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক কামরুজ্জামানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোত্তাকিম তালুকদার মুক্তা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী দুলাল, বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, চাঁপাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সম্পাদক আনোয়ার হোসেন হিটলু, উপজেলা বিএনপির সহ-সভাপতি মহসিন আলী টুকু, উপজেলা বিএনপিরসহ সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী প্রামানিক, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক এসএম জুয়েল রান, উপজেলা ছাত্রদলের সভাপতি মহিবুল ইসলাম শাকিব, বিএনপি নেতা আমিনুল হক, আব্দুল আলিম মাস্টার, আনোয়ার হোসেন, আতিকুজ্জামান লিটন, শ্রমিক নেতা খোকন হোসেন, সাবেক ছাত্রনেতা নিয়ামুল হক, যুব নেতা লিটন খান প্রমুখ।

এ সময় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বেগম খালেদা জিয়ার কর্মময় জীবন, গণতান্ত্রিক সংগ্রাম ও দেশপ্রেমের কথা স্মরণ করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাও. মোতাহার হোসেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ