চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ, জলবায়ু, কৃষি ও সেবামূলক সংগঠন গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্স ও অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের আয়োজনে কুমিল্লা জেলা প্রশাসন, চান্দিনা উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা ও বন বিভাগ, কুমিল্লার সার্বিক সহযোগিতায় ৭ জানুয়ারি বুধবার বিকাল চারটায় কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়নের মোহনপুর খিরাসার বড় বাড়ি কবরস্থানে ও মোহনপুর মাদ্রাসায় পরিস্কার পরিচ্ছন্ন অভিযান ও পরিবেশ উন্নয়নে বিভিন্ন ধরনের ফুলের চারা রোপণ এবং স্হানীয় জনসাধারণের মাঝে বিতরণ করা হয়।
এসময় সংক্ষিপ্ত আলোচনা সভা গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের সদস্য সচিব ও পরিবেশ সংগঠক স ম জিয়াউর রহমানের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মালয়েশিয়া প্রবাসী ও কমিউনিটি লিডার মোহাম্মদ শাহজাহান।
এসময় আরও বক্তব্য রাখেন, অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস বৃষ্টি, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন, গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের সদস্য (মিডিয়া ও কমিউনিকেশন) নজীব চৌধুরী, সদস্য (বিজ্ঞান ও প্রযুক্তি) ইন্জিনিয়ার মোহাম্মদ এমরান, অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মো আব্দুল মোমেন মোল্লা, অর্থ সম্পাদক নাদিয়া সুলতানা পিংকি, তরুণ সমাজসেবী মোহাম্মদ জয়নাল আবেদীন, আয়েশা সিদ্দিকা কেয়া, নয়ন আকতার প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, কুমিল্লা জেলার চান্দিনা উপজেলা একটি কৃষি ও পরিবেশ বান্ধব উপজেলা হিসেবে পুরো কুমিল্লাসহ সারাদেশে পরিচিত। এ চান্দিনা উপজেলার খাদ্য শস্য সারাদেশের চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এরপরও পরিবেশ ও কৃষি বান্ধব উপজেলা হওয়ার পরও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পরিবেশ ধংসাত্মক ইটভাটা এবং যত্রতত্র কলকারখানা গড়ে তুলছে।
বক্তারা কুমিল্লা জেলা প্রশাসক ও চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তার আশু হস্তক্ষেপ কামনা করেন।
আলোচনা সভা শেষে মোহনপুর মাদ্রাসা ও বড় বাড়ি কবরস্থানে বিভিন্ন ধরনের ফুলের চারা রোপণ করা হয় এবং স্হানীয় জনসাধারণের মাঝে পাঁচ শতাধিক চারা বিতরণ করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান স. ম. জিয়াউর রহমান। #















