BTC News | বিটিসি নিউজ

দেশব্যাপী সারাদিনে অগ্নিকাণ্ড আতঙ্ক: রাতে কক্সবাজার ইউনিভার্সিটি ভবনে আগুন, একঘন্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণ

দেশব্যাপী সারাদিনে অগ্নিকাণ্ড আতঙ্ক: রাতে কক্সবাজার ইউনিভার্সিটি ভবনে আগুন, একঘন্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণ

কক্সবাজার প্রতিনিধি: দেশব্যাপী সারাদিন চলা অগ্নিকাণ্ড আতঙ্কের রাতে পর্যটন শহরের একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ।

শনিবার (১৮ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে কক্সবাজার পৌর শহরের কলাতলী ডলফিন মোড়স্থ বিশ্ববিদ্যালয়ের ভাড়া ভবনে এ আগুন লাগার ঘটনা ঘটেছে।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট। প্রায় ঘন্টা খানেক চেষ্টা করে রাত ৯টা নাগাদ আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসে তারা।

এদিকে, বিশ্ববিদ্যালয়ে অগ্নিকাণ্ডের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিপুল মানুষ ঘটনাস্থলে জড়ো হন। তাদের জটলায় দমকলকর্মীদের কাজ করতে বেগ পেতে হয়।

বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্টার জাহাঙ্গীর সেলিম জানান, ইসলামিক স্টাটিজ ডিপার্টমেন্টের একটি কম্পিউটারের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে সনাক্ত হয়েছে।এসময় কয়েকটি কম্পিউটার ও কিছু বই পুড়ে গেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং বিস্তারিত পরে জানানো হবে।

উল্লেখ্য, সারাদিন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম ইপিজেডসহ দেশের গুরুত্বপূর্ণ আরো নানা স্থানে অগ্নিকাণ্ড নিয়ে আতংক বিরাজ করেছে। এরই মাঝে সিবিআইইউতে অগুন লাগার ঘটনা সবাইকে ভাবাচ্ছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কক্সবাজার প্রতিনিধি আবুল কালাম আজাদ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ