বাগেরহাট প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বাগেরহাটে যুবদলের দোয়া মাহফিল। বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বাগেরহাটে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাগেরহাট জেলা যুবদল গতকাল শহরের জেলাপরিষদের অডিটোরিয়ামে এ দোয়া মাহফিলের আয়োজন করে। দোয়া মাহফিল
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাগেরহাট -২ (সদর- কচুয়া) আসনে বিএনপি দলীয় এমপি প্রার্থী ব্যরিস্টার শেখ মোহম্মদ জাকির হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখেন এবং দীর্ঘ সংগ্রামের মাধ্যমে জনগণের অধিকার আদায়ে আপোষহীন নেতৃত্ব দেন, যা দেশের রাজনৈতিক ইতিহাসে এক অবি অধ্যায় রচনা করেছে ,আজ আমরা তার রুহের মাগফেরাত কামনায় একত্রিত হয়েছি। আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
ভিপি সিপিএ রফিকুল ইসলাম জগলু তার বক্তব্য বলেন বাংলাদেশের প্রথম ও মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী ছিলেন গণতন্ত্রের মানসকন্যা আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বেগম জিয়া ছিলেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্রের অতন্ত্র প্রহরী। তিনি মমতাময়ী মায়ের মত নিজের জীবন উৎসর্গ করেছেন দেশ ও দেশের মানুষের জন্য। জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে খালেদা জিয়ার ভুমিকা ইতিহাসে চীর অম্লান হয়ে থাকবে।
বাগেরহাট জেলা যুবদলের সাবেক সাদারন সম্পাদক মোঃ সুজন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি সিপিএ রফিকুল ইসলাম জগলু, পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ সুমন পাইক, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ আবুল হাসান, পিসি কলেজের সাবেক ভিপি সরদার নাসির উদ্দিন লনি, জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা জাহিদুল ইসলাম প্রমুখ।
দোয়া মাহফিলে কুরআন খতম শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বিশেষ মোনাজাত করা হয়।
এতে জেলা যুবদলের দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #















