নিজস্ব প্রতিবেদক: পাবনা জেলা বিএনপির উদ্যোগে দলীয় চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে এক বিশাল শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে পৌর স্বাধীনতা চত্বরে ‘মহাকালের মহাপ্রস্থান’ শিরোনামে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সভার কাজ শুরু হয়।
পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রয়াত বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও বিশিষ্ট শ্রমিক নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।
এছাড়া ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।
প্রধান অতিথির বক্তব্যে শিমুল বিশ্বাস বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন গণতন্ত্রের প্রতীক। তাঁর অভাব পূরণ হবার নয়। তিনি আজীবন দেশের মানুষের অধিকার রক্ষায় লড়াই করেছেন। তিনি অন্যের সাথে কখনো আপোষ করেননি। নিজের সন্তানদের জীবন বিপন্ন জেনেও তিনি দেশ ত্যাগ করেননি।
তিনি আরো বলেন, তাঁর এই প্রস্থান দেশ ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। তবে তাঁর আদর্শ ও চেতনাকে বুকে ধারণ করেই আমাদের আগামীর পথ চলতে হবে।
দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু, যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান বাবু, যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদ মাসুম বগা, যুগ্ম আহ্বায়ক শেখ তুহিন। এছাড়াও জেলা বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এই শোক সভায় উপস্থিত ছিলেন।
সভার শেষ বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে উপস্থিত নেতাকর্মীরা আবেগাপ্লুত হয়ে পড়েন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জহুরুল ইসলাম / পাবনা। #















