BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

গোদাগাড়ীতে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ

গোদাগাড়ীতে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ী সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ।

শনিবার (৩ জানুয়ারি) ভোরে উপজেলার ফরেস্ট বাগান এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) অধীনস্থ প্রেমতলী বিওপি’র একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, গোদাগাড়ী থানাধীন ফরেস্ট বাগানের মধ্য দিয়ে ভারত থেকে চোরাচালানের মালামাল বাংলাদেশে প্রবেশ করবে। এমন তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা ফরেস্ট বাগানে অবস্থান নেয়।

এদিন সকাল সোয়া ৬টায় ঘন কুয়াশার সুযোগ নিয়ে এক চোরাকারবারীকে পলিথিন ব্যাগ হাতে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়। বিজিবি সদস্যরা তাকে ধাওয়া দিলে, হাতে থাকা ব্যাগ ফেলে ভারতের দিকে পালিয়ে যায়।

পরে তল্লাশি করে ফেলে যাওয়া ব্যাগ থেকে ৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ করা হয়।
জব্দকৃত মালামাল রাজশাহী শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে।

বিজিবি জানিয়েছে, পালিয়ে যাওয়া চোরাকারবারীকে শনাক্ত করতে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ