BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহী- ৪ (বাগমারা) বিএনপি ও জামায়াতের মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, বাতিল-২

রাজশাহী- ৪ (বাগমারা) বিএনপি ও জামায়াতের মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, বাতিল-২

বাগমারা প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ (বাগমারা) আসনে ৪ জন প্রার্থীর মধ্যে ২ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া ২ জন প্রার্থীর বাছাই শেষে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায়, তাঁদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

শনিবার বেলা বারো’টায় জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আফিয়া আখতার প্রয়োজনীয় তথ্য উপাত্ত যাচাই বাছাই শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে এ ঘোষণা দেন।

এতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডি এম জিয়াউর রহমান জিয়া’র মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে। অপর দিকে জামায়াতের মনোনীত (দাঁড়িপাল্লা) প্রার্থী আব্দুল বারী সরদারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

এদিকে জাতীয় পার্টি মনোনীত (লাঙ্গল জিএম কাদের) মনোনীত প্রার্থী ফজলুর রহমান এবং ইসলামি আন্দোলন মনোনীত প্রার্থী তাজুল ইসলাম খানের তথ্য উপাত্ত যাচাই বাছাই শেষে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায়, তাঁদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। তবে তাঁরা মহামান্য হাইকোর্টে আ্যপিল করতে পারবেন বলে জানানো হয়েছে।

এ খবর নির্বাচনী এলাকা বাগমারায় পৌঁছার পর থেকে উপজেলায় জামায়াত ও বিএনপির নেতা- কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীদের মাঝ উচ্ছ্বাস, আনন্দ, শুকরিয়া আদায় করতে দেখা গেছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মো: আফাজ্জল হোসেন / রাজশাহী। #

 

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ