BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শীতার্ত দুস্থদের মাঝে বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের কম্বল বিতরণ

শীতার্ত দুস্থদের মাঝে বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের কম্বল বিতরণ

বাগেরহাট প্রতিনিধি: কনকনে শীতের তীব্রতায় অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছে বাগেরহাট উপজেলা প্রেসক্লাব। বাগেরহাট জেলা প্রশাসনের সহযোগীতায় শনিবার (৩ জানুয়ারি) বিকালে প্রেসক্লাব প্রাঙ্গণে শীতার্ত দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেন সংগঠনের সদস্যরা।

বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাসুম হাওলাদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তানভীর সোহেলের পরিচালনায় আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সহ-সভাপতি এম এ ওয়াদুদ, যুগ্ম সম্পাদক এস এম মাহমুদ হাসান, অর্থ সম্পাদক মাহবুব রহমান বাদল, দপ্তর সম্পাদক এ কে আসাদ, ক্রীড়া সম্পাদক শেখ জাহাঙ্গীর, এনামুল ইসলাম খান, মোঃ আসাদুর রহমান, কার্যনির্বাহী সদস্য শ্যামল ঘোষসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মাসুম হাওলাদার বলেন, শৈত্যপ্রবাহজনিত কারণে দেশে প্রতিবছর গড়ে প্রায় ২৮১ জন মানুষের মৃত্যু ঘটে—এমন তথ্য উঠে এসেছে সাম্প্রতিক এক গবেষণায়। বর্তমানে দেশের প্রায় তিন কোটিরও বেশি মানুষ শীতবস্ত্রের অভাবে মানবেতর জীবনযাপন করছে। অথচ বস্ত্র মানুষের মৌলিক অধিকার। রাস্তাঘাটে, ফুটপাতে কিংবা আশপাশের প্রতিবেশী ঘরেই অসংখ্য মানুষ শীতবস্ত্রের অভাবে চরম কষ্টে দিন কাটাচ্ছেন। আমাদের যার যার অবস্থান থেকে তাদের পাশে দাঁড়ানোই মানবিক দায়িত্ব।

সাধারণ সম্পাদক তানভীর সোহেল বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকেই অসহায় ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

তিনি সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, ব্যবহৃত হলেও অপ্রয়োজনীয় শীতবস্ত্র দান করার মাধ্যমে আমরা সহজেই শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে পারি।

কম্বল বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ