BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

খালেদা জিয়ার দেখানো পথেই ‘গণতন্ত্র সমুন্নত’ থাকবে : রিজভী

খালেদা জিয়ার দেখানো পথেই ‘গণতন্ত্র সমুন্নত’ থাকবে : রিজভী

ঢাকা প্রতিনিধি: সদ্য প্রয়াত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দেখানো পথেই ‘গণতন্ত্র সমুন্নত’ থাকবে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মায়ের দেখানো পথ ধরেই দেশকে এগিয়ে নিয়ে যাবেন।

শনিবার (৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতের পর সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তার সঙ্গে ছিলেন, মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস,সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, জ্যেষ্ঠ সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান। তাদের নেতত্বে এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ কবর জিয়ারতে নেন।

রিজভী বলেন, বেগম খালেদা জিয়া যে আদর্শ, যে নৈতিকতা ও যে অঙ্গীকার জনগণের কাছে রেখে গিয়েছিলেন আমরা সেই পথ ধরেই এগিয়ে যাবো। জাতীয়তাবাদী মহিলা দল ও এ দেশের জাতীয়তাবাদী শক্তি এগিয়ে যাবে।

তিনি বলেন, বিএনপির চেয়ারপারসনের বড় ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার যে পতাকা তিনি হাতে নিয়েছেন, তার মায়ের প্রদর্শিত পথ ধরে তিনি এগিয়ে নিয়ে যাবেন এই দেশকে নতুন সম্ভাবনার দিকে নতুন দিগন্তের দিকে। আমরা সেই দিগন্তের দিকে এগিয়ে যাবো। যার জন্য প্রায় ৪৫-৪৬ বছর নিরন্তর লড়াই ও সংগ্রাম করে গেছেন বেগম খালেদা জিয়া।

তিনি অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকার প্রতিহিংসামূলক মিথ্যা মামলায় সাজা দিয়ে খালেদা জিয়াকে কারাগারে নিপীড়ন-নির্যাতন ও চিকিৎসা না দিয়ে ভুল চিকিৎসায় পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার অশুভ চক্রান্ত হয়েছে। কিন্তু তার যে অটুট মনোবল, যে ধৈর্য, আত্ম সংগ্রাম, সাহস ও তার যে দঢ় প্রত্যয় যেকোনও হুমকির মুখে তাকে তার মাটি থেকে সরানো যায়নি। তিনি তার জ্বলন্ত এক প্রমাণ।

রিজভী বলেন, বাংলাদেশের এই ইস্পাত কঠিন এবং জনগণের একান্ত পক্ষের মানুষ জনগণের নেত্রীকে আমরা হারিয়েছি। তার বিরুদ্ধে কত কুরুচিপূর্ণ কথা বলা হয়েছে, কত ধরনের নোংরা কথা বলা হয়েছে। কিন্তু তার আত্মসংযমের মধ্যে তার সজ্জন এবং সুরুচিপূর্ণ কথার মধ্যে দিয়ে তিনি প্রমাণ করেছেন, যারা কুরুচিপূর্ণ কথা বলে তারা জনগণ থেকে ধিকৃত হয়। আর যারা সৌজন্যবোধ প্রিয়, যারা হাজার আক্রমণের মুখেও বাজে শব্দ তিনি উচ্চারণ করেন না তাকেই আল্লাহ মহিমান্বিত করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো. লিটন চৌধুরী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ