রাজশাহীতে আর্জেন্টিনা সমর্থকের আনন্দে মৃত্যু!!!

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে খেলা দেখার সময় হার্টঅ্যাটাকে আর্জেন্টিনার এক সমর্থকের মৃত্যু হয়েছে। তার নাম সেলিম (৪৫)। তিনি নগরীর মহলদারপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।

মঙ্গলবার রাতে আর্জেন্টিনার সঙ্গে নাইজেরিয়ার খেলা চলা অবস্থায় এ ঘটনা ঘটে। মৃত সেলিম আর্জেন্টিনা দলের সমর্থক ছিলেন।

জানাগেছে নাইজেরিয়া গোল পরিশোধ করার পরে আর্জেন্টিনার যখন বিদায় ঘন্টা বাজছিল, তখন সেলিম অনেকটা নিশ্চুপ হয়ে পড়েন। পরে খেলার একেবারে শেষদিকে আর্জেন্টিনা যখন জয়সূচক গোলটা নিশ্চিত করেন।

তখন সে উল্লাস করতে গিয়ে চেয়ার থেকে “সেলিম” নিচে পড়ে যান। এবং সে সময় তিনি হার্টঅ্যাটাক করেন।উপস্তিতরা পরে দূরুত হাসপাতালে নেয়া  হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজেউন)

যদিও শেষ পর্যন্ত আর্জেন্টিনারই জয় হয়েছে এবং দ্বিতীয় রাউন্ডের টিকিটও নিশ্চিত করেছে। কিন্তু দলটির সমর্থক হয়ে খেলা দেখতে গিয়ে পরকালের টিকিট নিয়ে চলে গেলেন সেলিম।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.