BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

গাজার রাফাহ সীমান্ত পরিদর্শন হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলির

গাজার রাফাহ সীমান্ত পরিদর্শন হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলির

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি শুক্রবার গাজার রাফাহ সীমান্তের মিসরীয় অংশ পরিদর্শন করেছেন। সেখানে তিনি রেড ক্রিসেন্টের সদস্য এবং মানবিক সহায়তা বহনকারী ট্রাকচালকদের সঙ্গে কথা বলেছেন বলে জানিয়েছেন এএফপির সাংবাদিকরা।

একটি মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে আসা এবং সাবেক ও বর্তমান কর্মকর্তাদের অভ্যর্থনা পাওয়া জোলি বলেন, স্বেচ্ছাসেবকদের সঙ্গে দেখা করতে পেরে তিনি ‘গর্বিত’।

রেড ক্রিসেন্টের এক স্বেচ্ছাসেবক এই অস্কারজয়ী অভিনেত্রীকে জানান, সীমান্ত পারাপারে ‘হাজারো সহায়তাবাহী ট্রাক অপেক্ষা করছে’।

স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, জাতিসংঘের শরণার্থী সংস্থার সাবেক বিশেষ দূত জোলি এই সফরে মিসরে নেওয়া আহত ফিলিস্তিনিদের অবস্থা দেখতে এবং যুদ্ধবিধ্বস্ত এলাকায় ত্রাণ প্রবেশের বিষয়টি খতিয়ে দেখতে গিয়েছেন।

তবে জোলি বা মিসরীয় কর্তৃপক্ষ কারো পক্ষ থেকেই এখনো এই সফর নিয়ে আনুষ্ঠানিক মন্তব্য আসেনি।

অক্টোবর থেকে কার্যকর যুদ্ধবিরতির অধীনে রাফাহ সীমান্ত খোলার কথা থাকলেও এখন পর্যন্ত তা বন্ধই রয়েছে।

এক যৌথ বিবৃতিতে শুক্রবার মিসর এবং সৌদি আরবসহ আরো ছয় দেশ অধিকৃত শক্তি হিসেবে ইসরায়েলের ওপর দ্রুত চাপ সৃষ্টি করে গাজায় প্রয়োজনীয় সরঞ্জাম ও সহায়তা প্রবেশ এবং বিতরণে থাকা বাধাগুলো তুলে নিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানায়।

ডিসেম্বরের শুরুতে ইসরায়েল ঘোষণা করেছিল, রাফাহ সীমান্ত শুধু গাজা ছাড়তে ইচ্ছুকদের জন্য খোলা হবে—যা মিসর দ্রুত অস্বীকার করে জানায়, এমন কোনো পদক্ষেপ অনুমোদন করা হয়নি।

হলিউডের সবচেয়ে বিখ্যাত তারকাদের একজন জোলি ২০২২ সালের শেষে জাতিসংঘের শরণার্থী সংস্থার বিশেষ দূতের দায়িত্ব ছাড়েন। ২০ বছরের বেশি সময় এই ভূমিকায় থাকার পর তিনি জানান, এখন তিনি আরো বিস্তৃত মানবিক ইস্যুতে কাজ করতে চান। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ