খুলনা ব্যুরো: একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক, খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জন্মভূমি’র সম্পাদক হুমায়ুন কবীর বালু’র ১৪তম মৃত্যুবার্ষিকী বুধবার(২৭জুন)।
২০০৪ সালের ২৭ জুন নির্ভীক এই সাংবাদিক দৈনিক জন্মভূমি পত্রিকার সামনে সন্ত্রাসীদের বোমা হামলায় নিহত হন। এ উপলক্ষে খুলনা প্রেসক্লাব, খুলনা সাংবাদিক ইউনিয়ন ও মরহুমের পরিবারের পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচী গ্রহন করা হয়েছে।
খুলনা প্রেসক্লাব: এ উপলক্ষে খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল পৌনে ১১ টায় শহীদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ এবং ১১টায় ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল। ক্লাবের সকল স্থায়ী ও ইউজার সদস্যকে উক্ত কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য অনুরোধ জনানো হয়েছে।
খুলনা সাংবাদিক ইউনিয়ন: এদিকে এ উপলক্ষে খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সকালে শহীদ সাংবাদিক স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভার আয়োজন করেছে।
জন্মভূমি পরিবার: শহীদ সাংবাদক হুমায়ুন কবির বালুর শাহাদাৎ বার্ষিকী যথাযথ মর্যাদায় পালনের জন্য দৈনিক জন্মভূমি ও সান্ধ্য দৈনিক রাজপথের দাবী পরিবারের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে মরহুমের আদর্শ ও জীবনবোধ প্রচারার্থে পোস্টার প্রকাশ, মরহুমের আত্মার মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ, সকাল সাড়ে ৮টায় জন্মভূমি ভবন থেকে শোক র্যালিসহ বসুপাড়ায় মরহুমের কবর জিয়ারত ও মুরেলে পুষ্পস্তবক অর্পন করা হবে।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.