BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

গৌরীপুরের ২৫৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

গৌরীপুরের ২৫৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বিশেষ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের প্রাচীন নগর গৌরীপুরের ২৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারী) বিকেলে ক্রিয়েটিভ এসোসিয়েশন হিস্টোরিক্যাল সোসাইটি অ্যান্ড লাইব্রেরীর এবং এসিক এসোসিয়েশন এর যৌথ উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে গৌরীপুরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

শোভাযাত্রাটি গৌরীপুর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মধ্যবাজার এসে শেষ হয়।

গৌরীপুর উপজেলায় ক্রিয়েটিভ অ্যাসোসিয়েশন হিস্টোরিক্যাল সোসাইটি অ্যান্ড লাইব্রেরির সেমিনার কক্ষে যৌথ প্রোগ্রামের আহবায়ক প্রফেসর ইঞ্জিনিয়ার এম এ জিন্নাহর সভাপতিত্বে এবং গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হুদা লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইতিহাস সন্ধানী, গবেষক, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রায়হান উদ্দিন সরকার, এসিক এসোসিয়েশনের সভাপতি মো. নূরুল আবেদীন, সদস্য ডা. হিউবার্ড চক্রবর্তী, রাজনৈতিক ব্যক্তিত্ব মো আব্দুল গফুর, এনসিবির নেতা তাজুল ইসলাম শুভ, রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি মহসিন মাহমুদ শাহ, সহ-সভাপতি লুৎফর রহমান খোকন প্রমুখ। উপস্থিত ছিলেন সাংবাদিক ঝিন্টু দেবনাথ, সুপক রঞ্জন উকিল, এসিক ইয়ুথ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহদাত শাহ প্রমুখ।

ইতিহাস সন্ধানী, গবেষক, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মুহাম্মদ রায়হান উদ্দিন সরকার বলেন, ”বাংলা ১১৭৬ ও ইংরেজি ১৭৭০ সালে বোকাইনগরের কাছে গৌরীপুর নামে একটি শহর প্রতিষ্ঠিত হয়েছিল। শেলবর্ষ, ছিন্দাবাজু, মোমেনসিং ও জাফরশাহী পরগনার জায়গীরদার গৌরীপুরের বারেন্দ্র ব্রাহ্মণ জমিদারের প্রতিষ্ঠাতা শ্রীকৃষ্ণ চৌধুরী, তার দত্তক নাতনী (তার ছেলে কৃষ্ণগোপাল রায় চৌধুরীর দত্তক পুত্র) ও নবাব সিরাজ-উদ-দৌলার স্ত্রী আলেয়ার গর্ভজাত সন্তান জমিদার যুগল কিশোর রায় চৌধুরী জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার ঝিনাই নদীর তীরে জাফরশাহীর কৃষ্ণপুর জমিদারবাড়ি ত্যাগ করে মোমেনসিং পরগনার এজমালি সম্পত্তি থেকে গৌরীপুর শহরে গৌরীপুর নামে একটি জমিদারবাড়ি ও একটি নতুন শহর গোড়া পত্তন করেন।

অবশেষে এই উপজেলার ১২টি জমিদারবাড়ির মধ্য থেকে গৌরীপুর জমিদারবাড়ি থেকে ১৯১২ -১৯১৮ সালে গৌরীপুর রেলওয়ে জংশন ও ১৯২৭ সালে গৌরীপুর পৌরসভার নামকরণ সৃষ্টি হয়েছে।”

অনুষ্ঠান কার্যক্রম শুরুর আগে তিন দিন জাতীয় শোক দিবসে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ময়মনসিংহ) প্রতিনিধি রায়হান উদ্দিন সরকার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ