BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে দুই কারবারি গ্রেফতার

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে দুই কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা শাখা (ডিবি) ও বেলপুকুর থানা পুলিশ। এ সময় ১ কেজি ৮০০ গ্রাম গাঁজা, ৪০ পিস ইয়াবা ও ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: মোঃ মোজাম্মেল হক (৪৮) ও মোঃ সাকিব আলী (১৯)।

শুক্রবার বিকাল সাড়ে ৫টায় এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম।

তিনি জানান, বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে পবা থানার বাগধানী উলাপুর এলাকায় জনি নামে এক ব্যক্তি পালিয়ে গেলেও তার বাড়ি থেকে ১ কেজি ৮০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

একই দিন রাত সোয়া ৮টার দিকে কাশিয়াডাঙ্গা থানার প‚র্ব রায়পাড়া এলাকায় মোজাম্মেল হককে আটক করে তার দেহ তল্লাশি করে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

অপরদিকে বুধবার (৩১ ডিসেম্বর) রাত ১১টার দিকে বেলপুকুর থানার বাইপাস মোড় এলাকায় সাকিব আলীকে আটক করে কাছ থেকে ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা মাদক বিক্রির উদ্দেশ্যে এসব মাদকদ্রব্য নিজেদের কাছে রাখার কথা স্বীকার করেছে।

এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ