৫৯ বিজিবি’র পিস্তল-গুলি ও ম্যাগজিনসহ আটক এক

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: ১টি ৭.৬৫ মিঃমিঃ বিদেশী পিস্তল, ৭ রাউন্ড গুলি এবং ২টি ম্যাগাজিনসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ৫৯ বিজিবি সদস্যরা।
আটককৃত ব্যক্তি রাজশাহী জেলার বোয়ালিয়া থানার ঘোড়ামারার মৃত আলী হোসেন হেতাংকা ছোট মসজিদ মোঃ কমল (৩৮)।
রহনপুর ৫৯বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে এক প্রেসনোটে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, পাশ্ববর্তী দেশ হতে সোনামসজিদ সীমান্ত দিয়ে চোরাকারবারীরা অস্ত্র নিয়ে রাজশাহীর উদ্দেশ্যে গমন করবে।
প্রেক্ষিতে ২৬ মে আনুমানিক রাত সাড়ে ১০টার অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া এর নেতৃত্বে ১টি বিশেষ টহল দল সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কয়লাবাড়ী টোল প্লাজা নামক স্থানে অবস্থান নেয়।
তখন ১টি সিএনজি অটো রিকশা তল্লাশী করে মোঃ কমল কোমরে লুঙ্গির মধ্যে লুকানো অবস্থায় ১টি ৭.৬৫ মিঃমিঃ বিদেশী পিস্তল (আমেরিকার তৈরী), ৭ রাউন্ড গুলি ও ২টি ম্যাগাজিন আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামী ও অস্ত্র গোলাবারুদ শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.