১৮ ফেব্রুয়ারিকে জাতীয় শিক্ষক-ছাত্রদিবস ঘোষণার দাবি

প্রেসবিজ্ঞপ্তি: ১৮ ফেব্রুয়ারিকে জাতীয় শিক্ষক-ছাত্রদিবস হিসেবে ঘোষণার দাবি জানিয়েছে রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ।
শনিবার বিকেলে শহীদ ড. জোহাও শহীদ নুরুল ইসলাম স্মরণে আয়োজিত এক সভায় এ দাবি জানানো হয়।সভায় সভাপতিত্ব করেন সংগঠন দুটির সভাপতি সাইদুর রহমান।
সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আসলাম-উদ- দৌলার সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় ভার্চুয়ালি প্রধানঅতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবী শাহিন আক্তার রেণী।
অন্যান্যের মাঝে জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহ সভাপতি সালাউদ্দিন মিন্টু, যুগ্ম সম্পাদক মো. সেলিম, আওয়ামী লীগ নেতা মনোয়ারুল হক সহ আরও অনেকে বক্তব্য রাখেন।
এ সময় সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা শহীদ ড. জোহা ও শহীদ নুরুল ইসলাম অবদান তুলে ধরে তথ্য বহুল আলোচনা করেন। এ সময় তারা ১৮ ফেব্রুয়ারিকে জাতীয় শিক্ষক-ছাত্রদিবস হিসেবে ঘোষণার দাবি জানান।
বার্তা প্রেরক-আমানুল্লাহ আমান, প্রচার সম্পাদক,জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সদস্য, রাজশাহী প্রেসক্লাব। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.