নাটোরে বাল্যবিবাহ প্রতিরোধে করনীয় প্রসঙ্গে সংলাপ

নাটোর প্রতিনিধি: নাটোরে বাল্যবিবাহ প্রতিরোধে করনীয় প্রসঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংলাপে প্রধান অতিথি ছিলেন নাটোরের জেলা প্রশাসক মোঃ শামিম আহমেদ।
ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের আয়োজনে সংগঠনটির জেলা সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আশরাফুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক ফরিদা ইয়াসমিনসহ বিভিন্ন পেশার নেতৃবৃন্দ।
সংলাপে শিক্ষক, সমাজকর্মি, সাংবাদিক, সরকারী কর্মকর্তা ও এনজিও প্রতিনিধি, কাজী, ইমাম ও পুরোহিতসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা সরাসরি ও জুম অনলাইন প্লাটফর্মে অংশ গ্রহণ করেন।
করোনাকালে বাল্য বিবাহের যে হার বৃদ্ধি পেয়েছে তা নিয়ন্ত্রণ করে বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের নানা বিষয় সংলাপে আলোচনা করেন বক্তারা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.