৯ জনের ২০ লাখ টাকা একজনের পকেটে

প্রতীকী ছবি
নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরের মশিন্দা ইউনিয়নের রাণীগ্রামে প্রতারণা করে মাছ চাষ ও মাটির ব্যবসার বিশ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে আব্বাস সরকারের ছেলে সাবেক ইউপি সদস্য মোজাহার সরকারের বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা যায়, মোজাহারের আপন ভাই সাইদুর, চাচাতো ভাই সাইফুল, সেলিম, শফিকুল সহ ৯জন ওই টাকার ভাগিদার। গতবছর তারা যৌথভাবে পুকুরে মাছ চাষ এবং মাটির ব্যবসা করেছেন। ওই ব্যবসার পাওনা ২০ লাখ টাকা তাদের না দিয়ে মোজাহার বিভিন্নভাবে সময়ক্ষেপন করে আত্মসাৎ করেন।
আজ সোমবার সকালে টাকার জন্য জোর দাবী জানালে মোজাহার লোকবল ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের তাড়া করেন। দুপুরে দিকেই ভুক্তভোগীদের পক্ষে থানায় বাদী হয়ে অভিযোগ দেন কলিমউদ্দিন মাস্টারের ছেলে বকুল সরকার।
সংশ্লিষ্ট প্রশাসনকে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন মশিন্দা ইউপি চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান।
মোজাহার অভিযোগ অস্বীকার করে মুঠোফোনে বলেন, মামলা মোকদ্দমায় যা রায় হয় মেনে নেব।
এ ব্যাপারে গুরুদাসপুর থানার ওসি মো. আব্দুর রাজ্জাক বিটিসি নিউজকে বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.