৯৩ বছর বয়সি বলিউড অভিনেত্রী শওকত কাইফি আর নেই

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: বলিউডের অভিনেত্রী শওকত কাইফি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগে মারা গেছেন। গতকাল শুক্রবার (২২ নভেম্বর)  রাতে মুম্বাইয়ে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। মেয়ে শাবানা আজমী ও জামাতা জাভেদ আখতার শওকত কাইফির মৃত্যুর সংবাদ জানান। সম্প্রতি অসুস্থ হয়ে কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি ছিলেন। খানিকটা সুস্থ হয়ে বাড়িও ফেরেন কাইফি। তিনি বিখ্যাত উর্দু কবি ও গীতিকার কাইফি আজমির স্ত্রী।

অভিনেত্রী শাবানা আজমি এবং সিনেমা অটো গ্রাফার বাবা আজমি হলেন শওকত কাইফির দুই সন্তান। শওকত কাইফি ছিলেন আইপিটিএ-র সক্রিয় সদস্য। একাধিক বলিউডের ছবিতে অভিনয় করেছেন তিনি।তার অভিনীত ছবির মধ্যে রয়েছে ‘গরম হাওয়া’, ‘উমরাও জান’, ‘বাজার’ ‘সালাম বম্বে’ উল্লেখযোগ্য। ২০০২ সালে ‘সাথিয়া’ তার অভিনীত শেষ ছবি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.