৯ম সিতো-রিউ কারাতে ওপেন চ্যাম্পিয়ানশীপ সিতো-রিউ কারাতে রাজশাহীর সাফল্য

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় অনুষ্ঠিত ৯ম সিতো-রিউ কারাতে ওপেন চ্যাম্পিয়ানশীপ মিরপুর ইনডোর স্টেয়ামে অনুষ্ঠিত হয়। উক্ত চ্যাম্পিয়ানশীপে সারা দেশ থেকে প্রায় ১ হাজারেরও বেশী ছেলে মেয়ে অংশ গ্রহন করে।
বাংলাদেশ সিতো-রিউ কারাতে-দো এসোসিয়েশন রাজশাহী প্রধান কার্যালয় থেকে ১৫জন খেলোয়াড়, একজন কোচ ও আটজন রেফারি অংশগ্রহন করে। চ্যাম্পিয়নশিপে মোট ৫টি স্বর্ণ, ৯টি রৌপ্য, ১১টি বোঞ্জ পদক অর্জন করে।
পদকপ্রাপ্তরা হলো, মোসাঃ মাদিহা চৌধুরী- ৩টি স্বর্ণ পদক পেয়ে সেরা পুরস্কারে ভূসিত হয়। ইয়াসিন আলী- ১টি রৌপ্য ও ১ টি বোঞ্জ। মোঃ অর্ণব হোসেন- ১টি রৌপ্য ও ১ টি বোঞ্জ। মোঃ অরণ্য- ১টি স্বর্ণ ও ১টি রৌপ্য। মোঃ হাসান আজমাইন- ২টি বোঞ্জ। মোঃ তোফাজ্জেল হোসেন- ১টি রৌপ্য ও ১ টি বোঞ্জ। নিশাত নাওয়াল স্বচ্ছ – ১টি রৌপ্য ও ১ টি বোঞ্জ। মোঃ আবিদ ফয়সাল তালুকদার- ১টি রৌপ্য। মোঃ তামান্না ইয়াসমিন জুঁই- ১টি স্বর্ণ ও ১টি রৌপ্য। মোঃ ইউনুস আব্দুল­াহ- ১টি রৌপ্য। ইফফাত মালিহা মৌ- ১টি রৌপ্য। শ্রী বিপ্লব কুমার তেওয়ারি- ২টি বোঞ্জ। মোসাঃ স্বর্ণা খাতুন- ১টি বোঞ্জ।
সালওয়ান জুমানা ওমর- ১টি বোঞ্জ। সালওয়ান পারীসা ওমর- ১টি বোঞ্জ।
রেফারির দায়িত্ব পালন করেন, মো: বকুল হোসেন (রেফারি এশিয়া কারাতে ফেডারেশন), মরিয়ম বেগম, রফিকুল আহমেদ রিদয়, মো: রিপন, মশিউর রহমান, কে.এম. আতিকুর রহমান এলান, ইফ্ফাত জেরিন।
কোচের দায়িত্ব পালন সিনিয়র শিক্ষার্থী মো: আমির হামজা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.