৯ম সংবাদপত্র মজুরী বোর্র্ড বিষয়ে রাজশাহীতে মতবিনিময় সভা

 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: রাজশাহী বিভাগের সংবাদপত্র মালিক, প্রকাশক, সম্পাদক, সাংবাদিক, কর্মচারী, শ্রমিক প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন ৯ম সংবাদপত্র মজুরী বোর্ডের প্রতিনিধিদল।

মঙ্গলবার দুপুরে রাজশাহী সার্কিট হাউস মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ৯ম সংবাদপত্র মজুরী বোর্ডের চেয়ারম্যান বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মোঃ নিজামুল হক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনজুরুল আহসান বুলবুল, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মিজান-উল-আলম, আঞ্চলিক তথ্য অফিস রাজশাহী পিআইডি’র সিনিয়র তথ্য অফিসার ফারুক আহমেদ, রাজশাহী জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মো. শামসুজ্জামান, সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের নেতা।

উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি মোমিনুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক মো. আজিজুল ইসলাম, রাজশাহী সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিক আলম, দৈনিক সানসাইনের সম্পাদক তসিকুল ইসলাম বকুল, ব্যবস্থাপনা সম্পাদক ইউনুস আলী, বিজ্ঞাপন বিভাগের প্রধান আবু তাহের খোকন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি ও ‘দৈনিক চাঁপাই দৃষ্টি’র সম্পাদক এমরান ফারুক মাসুম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ‘দৈনিক চাঁপাই দর্পণ’র সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, বগুড়া থেকে প্রকাশিত দৈনিক চাঁদনী বাজার’র প্রকাশক ও সম্পাদক সুমনা রায়, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মো. কায়েস উদ্দিন, জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সফিউল বারী রাসেল। এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, জয়পুরহাট, নওগাঁ, সিরাজগঞ্জ, বগুড়ার প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় ৯ম সংবাদপত্র মজুরী বোর্ড বাস্তবায়নে করনীয় ও বিভিন্ন সমস্যা তুলে ধরেন বক্তারা। ৯ম সংবাদপত্র মজুরী বোর্ডের প্রতিনিধিদল স্থানীয় সংবাদপত্রের মালিক ও সাংবাদিকদের সমস্যাগুলো সরকারের কাছে প্রস্তাব হিসেবে তুলে ধরে এবং সরকারের সাথে আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস প্রদান করেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.