৯ম জাতীয় কাব ক্যাম্পরীতে সেরা দশে স্থান পেয়েছে বাগেরহাটের হরিণ খানা সরকারী প্রথমিক বিদ্যালয়


 বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে ৯ম জাতীয় কাব ক্যাম্পরীতে সেরা দশে স্থান পেয়েছে বাগেরহাটের হরিণ খানা সরকারী প্রথমিক বিদ্যালয় কাবদল। গত ১৯ থেকে ২৪ তারিখ জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত মহাতাবু জলসায় ৭৫০টি দল ৪টি ভিলেজের মধ্যে কুয়াকাটা ভিলেজের মধ্যে প্রথম স্থান অধিকার কওে এই বিদ্যালয়টি বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাতুল হাফিজ।

এব্যাপারে খুলনাঞ্চল স্কাউটের সহ সভাপতি মো. হায়দার আলী বাবু এ বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, সম্প্রতি ঢাকার মেচাক গাজীপুরে অনুষ্ঠিত হয়ে যায়া মহাতাবু জলসায় সেরা দশে স্থান পেয়েছে বাগেরহাটের হরিণ খানা সরকারী প্রথমিক বিদ্যালয় কাবদলটি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.