৯টি যাত্রীবাহী বাস থেকে ৫২৮ বোতল ফেন্সিডিল জব্দ, আটক-৮

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে ঢাকাগামী ৯টি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৫২৮ বোতল ফেন্সিডিলসহ ৮ জনকে আটক করেছে পুলিশ। এ ছাড়া অভিযানে প্রায় সাড়ে ৩ হাজার পিস গরু মোটাতাজাকরণ ট্যাবলেট এবং ২৩৯ পিস ইয়াবাও জব্দ করা হয়। আজ শনিবার (০২ জানুয়ারী) এ অভিযান চালানো হয়।
দিনাজপুর ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিম উদ্দিন বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, আজ শনিবার (০২ জানুয়ারী) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঘোড়াঘাট উপজেলার নুর জাহানপুর নামক স্থানে আহাদ এন্টার প্রাইজের ২টি, হানিফ এন্টার প্রাইজের ২টি, শ্যামলী এন্টার প্রাইজের ২টি, রাহবার এন্টার প্রাইজের ২টি ও নাবিল এন্টার প্রাইজের বাসে অভিযান চালানো হয়। বাসগুলো থেকে মাদকদ্রব্য জব্দের পর আটক ৮ জনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদের জেলে পাঠানো হয়েছে।
আটক কৃতরা হলেন: আব্দুল করিম (২৫), এনামুল হক (২০), মো. আলম (৪২), ছলিম উদ্দিন (৫০), আমিরুল ইসলাম (৪২), মাজেদুর রহমান (৩৫), সাইদুর রহমান (৩৮) ও আলেয়া বেগম (৩৫)।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর দিনাজপুর প্রতিনিধি মোঃ ইয়ামিন সরকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.