৮ হাজার মুসলিমকে হত্যা, ‘বসনিয়ার কসাই’ ম্লাদিচের যাবজ্জীবন বহাল

(৮ হাজার মুসলিমকে হত্যা, ‘বসনিয়ার কসাই’ ম্লাদিচের যাবজ্জীবন বহাল–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: বসনিয়ার আট হাজার মুসলিমকে হত্যার দায়ে দেশটির সাবেক সার্ব বাহিনীর প্রধান রাতকো ম্লাদিচের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছেন জাতিসংঘের একটি বিশেষ ট্রাইব্যুনাল।
২০১৭ সালে জাতিসংঘের যুদ্ধাপরাধবিষয়ক একটি ট্রাইব্যুনাল ম্লাদিচকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন তিনি।

আপিল আবেদনে স্লাদিচের আইনজীবীরা দাবী করেন, তার অধীনে কর্মরত সার্ব সেনাদের অপরাধের দায় সাবেক এই জেনারেলের ওপর বর্তায় না।

আজ মঙ্গলবার (০৮ জুন) নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত জাতিসংঘের ইন্টারন্যাশনাল রেসিডুয়্যাল মেকানিজম ফর ক্রিমিনাল ট্রাইব্যুনালে শুনানি শেষে পাঁচ বিচারক আগের রায় বহাল রাখেন। ম্লাদিচ আর আপিল করতে পারবেন না।

আল-জাজিরার খবরে বলা হয়েছে, বসনিয়ায় ১৯৯২ থেকে ১৯৯৫ সালের যুদ্ধে গণহত্যা চালানোর মূল হোতা ছিলেন স্লাদিচ।

১৯৯৫ সালে বসনিয়ার মুসলিমদের ওপর গণহত্যা চালানোর অভিযোগ ওঠার পর থেকে প্রায় ১৬ বছর পালিয়ে ছিলেন ম্লাদিচ। ২০১১ সালে সার্বিয়ার উত্তরাঞ্চল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। (সূত্র: বিবিসি)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.