৮দফা দাবীতে দলিত জনগোষ্ঠির চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: বৈষম্য বিলোপ আইন দ্রুত প্রণয়নসহ ৮দফা দাবীতে মানববন্ধন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। আজ বুধবার সকালে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠি অধিকার আন্দোলন জেলা শাখার উদ্যোগে মানববন্ধনে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দলিত ও বঞ্চিত জনগোষ্ঠির নারী-পুরুষরা অংশগ্রহণ নেয়।

ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা মো. সাজেমান মন্ডল, মো. শরিফুল্লাহ, সভাপতি বক্ষ্্রনাথ ঠাকুর বারমা, সম্পাদক দেব সাগর ঠাকুর, স্বপন কুমার দাস, অর্পিতা রানী দাস, পলাশি দত্ত প্রমুখ। মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাড. মিজানুর রহমান, জাসদের জেলা সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির। বক্তারা বলেন, একবিংশ শতাব্দির এই যুগে শুধুমাত্র জন্ম ও পেশাগত পরিচয়ের কারণে এ জনগোষ্ঠির প্রতি বৈষম্য চলে আসছে।

কিছু মানুষকে আলাদা করে না রেখে রাষ্ট্র ও সমাজকে মর্যাদার আসনে উন্নীত করার লক্ষ্যে দলিত ও বঞ্চিত জনগোষ্ঠির জন্য উপযুক্ত কর্মসূচী গ্রহণ করে শিক্ষিত দলিতদের কর্মক্ষেত্রে নিয়োগে সরকারের প্রতি দাবী জানান।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.