৭ হাজার কর্মহীন মানুষের ঘরেঘরে খাবার পৌঁছে দিচ্ছেন উপজেলা চেয়ারম্যান

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান রাজু উপজেলার কর্মহীন মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিচ্ছেন।

তিনি বঙ্গবন্ধুর কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনা নির্দেশে স্থানীয় জনপ্রতিনিধি ও বিত্তবানদের সহযোগিতায় উপজেলার একটি পৌরসভা ও ৬টি ইউনিয়ন মিলে ৭ হাজার কর্মহীন মানুষের তালিকা প্রস্তত করে গত ১ এপ্রিল থেকে ৭ হাজার কর্মহীন মানুষের ঘরেঘরে চাল, ডাল, তেল, আলুসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেয়া শুরু করেছেন।

খাদ্য সহায়তা বিতরণ কালে তিনি করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে ও গনসচেতনতা সৃষ্টির মাধ্যমে সর্বস্তরের মানুষকে সহযোগিতা করার আহবান জানান।

উপজেলার কোন কর্মহীন মানুষকে না খেয়ে থাকতে হবেনা বলেও ঘোষনা দেন। আজ সোমবার তিনি উপজেলার কাশিমালা, তেঁতুলিয়া, শিবপুর, জিনইর, কদমা, সুদিন, ডহরপুরসহ আদমদীঘি সদন ইউনিয়নের ২৭টি গ্রামে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.