বিটিসি স্পোর্টস ডেস্ক:চলতি মৌসুমে আর্লিং হলান্ডের মাঠে ফেরার সম্ভাবনা আরও ফিকে হয়ে গেছে। অ্যাঙ্কেলের চোটে তারকা এই স্ট্রাইকারের প্রায় সাত সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে বলে জানিয়েছেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গুয়ার্দিওলা।
বোর্নমাউথের বিপক্ষে গত রোববার এফএ কাপের কোয়ার্টার-ফাইনালে চোট পেয়ে ৬০তম মিনিটে মাঠ ছাড়েন হলান্ড। ম্যাচের পর যখন ক্রাচে ভর দিয়ে তিনি মাঠ ছেড়ে যান, খারাপ কিছুর শঙ্কা জাগে তখনই।
প্রাথমিক পরীক্ষায় তার চোট ধরা পড়ে। পরবর্তীতে আরও পরীক্ষা-নিরীক্ষা করানোর পর পরিষ্কার হলো তা কতটা গুরুতর। লেস্টার সিটির বিপক্ষে লিগ ম্যাচের আগের দিন মঙ্গলবার সেটাই জানালেন গুয়ার্দিওলা।
“কোনো কোনো বছর এমন সব ঘটনা হয়ে থাকে। এবার মৌসুম জুড়েই এসব হয়েছে।”
চলতি মৌসুমে চোট অনেক ভুগিয়েছে সিটিকে। মৌসুমের শুরুতে পুরো মৌসুমের জন্য ছিটকে পড়েন মাঝমাঠের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন রদ্রি, মাঝে লম্বা সময় ছিলেন না কেভিন ডে ব্রুইনে। এরকমভাবে অনেকেই চোটে বাইরে ছিলেন। এবার ছিটকে পড়লেন মৌসুমে দলের সর্বোচ্চ গোলদাতা।
“তাই, এই মৌসুমে আমাদের যত খেলোয়াড় চোট পেয়েছে, তাদের জন্য আমার খারাপ লাগছে এবং আর্লিংয়ের জন্যও। তার দ্রুত সুস্থতা কামনা করছি। আশা করছি, যত দ্রুত সম্ভব সে ফিরে আসবে।”
“চিকিৎসকরা আমাকে বলেছে যে, (হলান্ডের সুস্থ হতে) পাঁচ-ছয় সপ্তাহের মতো সময় লাগবে। তাই আশা করি, মৌসুমের শেষ নাগাদ অথবা ক্লাব বিশ্বকাপের আগে সুস্থ হয়ে উঠবে।”
৩২ দলের অংশগ্রহণের নতুন ফরম্যাটের এবারের ক্লাব বিশ্বকাপ শুরু হবে আগামী ১৪ জুন, চলবে ১৩ জুলাই পর্যন্ত।
ঘরের মাঠে বাংলাদেশ সময় বুধবার রাত পৌনে একটায় লেস্টারের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। ২৯ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পাঁচ নম্বরে আছে গুয়ার্দিওলার দল। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.