৭১ এর ১৩ ডিসেম্বর উল্লাপাড়া হানাদার মুক্ত দিবস

উল্লাপাড়া প্রতিনিধ: আজ ১৩ ডিসেম্বর উল্লাপাড়া মুক্ত দিবস। আগেরদিন মুক্তিযোদ্ধাদের ত্রিমুখী আক্রমণের মুখে ভীতসন্ত্রস্ত পাকসেনারা উল্লাপাড়ার হামিদা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে তাদের স্থাপিত অস্ত্রাগার ও পার্শ্ববর্তী আব্দুর রহমানের পাট গুদামে পাকবাহিনীর ক্যাম্পে আগুন ধরিয়ে দিয়ে ভোররাতে ঢাকার উদ্দেশ্যে পালিয়ে যায়।
খবর পেয়ে মুক্তিকামী শত শত উল্লোসিত নারী পুরুষ জয় বাংলা স্লোগান দিয়ে রাস্তায় নেমে আসেন। সকালে উল্লাপাড়া থানা চত্বরে প্রথম স্বাধীন বাংলাদেশের মানচিত্র খচিত জাতীয় পতাকা উত্তোলন করেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার খোরশেদ আলম। পরে তার নেতৃত্বে সেসময়ের উল্লাপাড়ার থানা শহরে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়।
দিনটি উযাপন উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, বিজয় শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করেছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি মো: হারুনঅররশিদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.