৬ বছর পর পিএমএল-এনের প্রেসিডেন্ট নওয়াজ শরিফ

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ছয় বছরেরও বেশি সময় পর আবারও পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এর সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। স্থানীয় সময় মঙ্গলবার (২৮ মে) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তিনি।
অন্য কোনো প্রার্থী পিএমএল-এন দলের শীর্ষ পদের জন্য নওয়াজ শরিফের বিরুদ্ধে তাদের মনোনয়নপত্র জমা দেননি। একটি গুরুত্বপূর্ণ দিনে এই নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে।
২৮ মে-কে ইউম-ই-তাকবির দিবস হিসেবে পালিত হয়। ১৯৯৮ সালের এই দিনে নওয়াজ প্রধানমন্ত্রী থাকাকালীন পাকিস্তান ভারতের পারমাণবিক পরীক্ষার জবাব দিয়েছিল।
২০১৭ সালে ২৮শে জুলাই নওয়াজ শরীফ পানামা পেপারস কেলেঙ্কারিতে প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধানের পদ হারান। তারপর থেকে নানা চড়াই উৎরাই পেরিয়েছে পিএমএলএন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.