৬ ডিসেম্বর নির্বাচনে ভেনেজুয়েলার বিরোধী দলগুলি অংশ নিচ্ছে না

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: আগামী ৬ ডিসেম্বর ভেনেজুয়েলায় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে এতে দেশটির প্রধান বিরোধী দলগুলী অংশ না নিয়ে নির্বাচন বর্জনের প্রত্যয় ব্যক্ত করেছে। তারা যুক্তি তোলেন যে, এই নির্বাচনে সোসালিষ্ট দল কারচুপির আশ্রয় নেবে। 

বিরোধী দলগুলো বলছে, স্বৈরাচারী শাসকের অধীনে নির্বাচন করা হলে তার সঙ্গে সহযোগীতা করার সামিল।

তবে তাদের এই পদক্ষেপ নেয়াতে জাতীয় সংসদে তারা বিরোধী নিয়ন্ত্রণ হারাতে পারেন। যা স্পিকার হিসাবে জুয়ান গাইডর ভিত্তিকে দুর্বল করে ফেলবে। (সূত্র: ভয়েস অব আমেরিকা)। #  

Comments are closed, but trackbacks and pingbacks are open.