৬৫৩টি বুলেট হারিয়ে যাওয়ায় পুরো শহরে লকডাউন জারি করলেন কিম

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়ার হাইসান শহরে ৬৫৩ টি বুলেট হারানোর পর কিম জং উন পুরো শহরে লকডাউন জারি করেছেন। ২৫ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চের মধ্যে শহর থেকে সেনা প্রত্যাহার করা হয়। এ সময় বুলেটগুলো হারিয়ে যায়। আউটলুক ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ওই শহরে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল। পরে সেখান থেকে সেনা প্রত্যাহার করা হলে দেখা যায়, তাদের কাছে ৬৫৩টি বুলেট নেই। আর সেই কারণেই কিম জং উন পুরো শহরে লকডাউন জারি করেন।
শহরটিতে ২ লক্ষেরও বেশি বাসিন্দা রয়েছে। প্রথমে সেনা সদস্যরা নিজেরাই বুলেটের খোঁজ শুরু করেন। যখন সেনা কর্মকর্তারা দেখতে পান, বুলেটগুলো পাওয়া যাচ্ছে না, তখন তারা কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে। এর পরেই শহরে লকডাউন জারি করা হয়।
এরই মধ্যে শহরজুড়ে অনুসন্ধান শুরু হয়েছে। কারখানা, কৃষি ক্ষেত্র, বিভিন্ন গ্রুপকে তদন্তে সহায়তা করার জন্য অনুরোধ করা হয়েছে। তবে সমালোচকদের দাবি, জনগণের মধ্যে আতঙ্ক ছড়ানোর জন্যই মিথ্যা বলা হচ্ছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.