৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবেন মমতা

বিশেষ (ভারত) প্রতিনিধি: ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবেন মমতা।
বালেশ্বরের রেল দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আজ শনিবার (০৩ জুন) বাহানগা বাজারে দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে তিনি স্পষ্ট জানালেন, যারা জড়িত, কঠোর শাস্তি দেওয়া হবে তাদের।
কাউকেই রেয়াত করা হবে না। রেল এবং যাত্রী সুরক্ষায় আরও সতর্ক এবং যত্নশীল হওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী।
এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা দেশের প্রাক্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে পৌঁছে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথা বলেন। জানতে চান, তাঁর সময়ে যে Anti collision device চালু হয়েছিল তা ঠিকমতো কাজ করছে কিনা। আরও নিবিড় সমন্বয়ের উপর জোর দেন। দুর্ঘটনায় নিহতদের জন্য ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেন তিনি।
গুরুতর আহতদের ১ লক্ষ টাকা এবং সাধারণ আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা।
তাঁর বিশেষ উদ্যোগে এখনও পর্যন্ত ১২০জন আহতকে রাজ্যে ফিরিয়ে এনে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
এদিকে দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮৮।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (ভারত) প্রতিনিধি সৌম্য সিংহ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.